এক্সপ্লোর
চিনের সঙ্গে বৈঠকে ব্রহ্মপুত্রের উপনদী প্রসঙ্গ তুলবে ভারত: বিদেশমন্ত্রক

নয়াদিল্লি: ব্রহ্মপুত্রের উপনদীতে বাঁধ নির্মাণের বিষয়টি নিয়ে চিনের সঙ্গে আলোচনা করবে ভারত। উল্লেখ্য, সম্প্রতি জানা গেছে, একটি জলবিদ্যুত্ প্রকল্পের জন্য তিব্বতে ব্রহ্মপুত্রে একটি উপনদীর জল বেঁধেছে চিন। বিদেশমন্ত্রক জানিয়েছে, আন্তর্সীমান্ত নদী সম্পর্কে দুই দেশের মধ্যে বিশেষজ্ঞ পর্যায়ের কমিটির বৈঠকে বিষয়টি উত্থাপণন করা হবে। একইসঙ্গে আগের বৈঠকে আলোচিত প্রাসঙ্গিক বিষয়গুলিও তোলা হবে। বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেছেন, ব্রহ্মপুত্র, শতুদ্র সহ আন্তর্সীমান্ত নদীগুলি সম্পর্কে তথ্য বিনিময়ের দুই দেশের বিশেষজ্ঞ পর্যায়ের কমিটি রয়েছে। এই কমিটির বৈঠক নিয়মিত অনুষ্ঠিত হয়। বিকাশ স্বরূপ বলেছেন, ওই নদীগুলিতে কোনও বাঁধ গড়া হলে নিম্ন অববাহিকায় তার প্রভাব সম্পর্কে ইতিমধ্যেই চিনকে সচেতন করে দেওয়া হয়েছে। চিনও আশ্বাস দিয়েছে যে, ব্রহ্মপুত্রের জলপ্রবাহ ব্যাহত না করেই তাদের বিদ্যুত্ প্রকল্পগুলি গড়ে তোলা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















