এক্সপ্লোর
পাকিস্তান সম্পর্কে সবসময়ই ‘সতর্ক, সচেতন’ থাকতে হবে ভারতকে: মোদী

নয়াদিল্লি: পাকিস্তান সম্পর্কে সবসময়ই ‘সতর্ক, সচেতন’ থাকতে হবে ভারতকে। মন্তব্য করলেন নরেন্দ্র মোদী। একটি সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে এহেন অভিমত জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি এও বলেছেন, গোটা বিশ্ব সীমান্তের ওপার থেকে চালানো সন্ত্রাসবাদ নিয়ে ভারতের অবস্থানে আস্থা জানিয়েছে। এর সদ্ব্যবহার করতে হবে। ক্রমাগত এ ব্যাপারে ভারতকে তার নিজের মতামত জানিয়ে যেতে হবে।
মোদীকে প্রশ্ন করা হয়, পাকিস্তানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ‘লক্ষ্মণরেখা’ কোনটি, কেননা ২০১৪ সালে বলা হয়েছিল, হুরিয়ত নয়, কথা হবে শুধু দুটি দেশের মধ্যে। দ্বিতীয়ত, ২৬/১১-র হামলা, এখন পঠানকোট। তিনি বলেন, পাকিস্তানে নির্বাচিত সরকার না ‘অন্য শক্তিগুলি’---কার সঙ্গে আলোচনায় লক্ষ্ণণরেখা টানতে হবে, সেটা প্রথম ঠিক করতে হবে। সুতরাং ভারতকে সর্বদা সতর্ক, সাবধান, সচেতন থাকতে হবে। কোনও শিথিলতা, উদাসীনতা চলবে না।
মোদীর মতে, লাহোর যাত্রা বা পাক প্রধানমন্ত্রীকে এ দেশে আমন্ত্রণ জানানোর মতো তাঁর লাগাতার পদক্ষেপের ফলে তাঁকে নতুন করে বিশ্বকে সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভারতের মনোভাব ব্যাখ্যা করতে হবে না। তিনি বলেন, গোটা দুনিয়া এক সুরে ভারতের ভূমিকার প্রশংসা করছে। পাকিস্তান জবাব দিতে পারছে না। আগে বাকি বিশ্ব সন্ত্রাসবাদ সম্পর্কে ভারতের বক্তব্য মানত না। এমনকী কখনও কখনও সন্ত্রাসবাদকে নিছক আইন শৃঙ্খলা সমস্যা বলে মনে করত। কিন্তু এখন তারা ভারতের কথা শুনছে। সন্ত্রাসবাদে ভারত, মানবতা যে ক্ষতিগ্রস্ত, তা মানছে। আমার বিশ্বাস, ভারতকে নিজের মত জোরের সঙ্গে বলে যেতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
Advertisement























