২৫টি গাড়ি জ্বালিয়ে শ্রীঘরে ‘মানসিক ভারসাম্যহীন’ অধ্যাপক

বেঙ্গালুরু: তাঁর দায়িত্ব ছিল ছাত্র পড়ানো। অথচ, তিনি একের পর এক গাড়িতে আগুন লাগাতেন। অবাস্তব মনে হলেও এটাই সত্যি।
গত এক সপ্তাহে প্রায় ২৫টি গাড়িকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগে এক প্রফেসরকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ।
খবরে প্রকাশ, বেলাগাভি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে প্যাথলজি বিভাগের প্রফেসর অমিত গায়কোয়াড় মানসিক অসুস্থ। জানা গিয়েছে, তিনি আদতে কালবুর্গির বাসিন্দা হলেও বর্তমানে বেলাগাভিতে থাকেন।
অভিযোগ, গত এক সপ্তাহে কালবুর্গি ও বেলাগাভিতে একের পর এক গাড়ি জ্বালিয়েছেন তিনি। যার জেরে আতঙ্কে রয়েছেন এই দুই শহরের বাসিন্দারা।
পুলিশ জানিয়েছে, গত ১৩ থেকে ১৫ জানুয়ারি, কলাবুর্গি অঞ্চলে ৯টি গাড়ি জ্বালিয়ে দেন গায়কোয়াড়। এরপর ১৭ তারিখ ধরা পড়ার আগে বেলাগাভিতে আরও ১০টি গাড়িতে অগ্নিসংযোগ ঘটান।
পুলিশ আরও জানিয়েছে, গায়কোয়াড় যতগুলি গাড়ি জ্বালিয়েছে, তার মধ্যে ১৩টি গাড়ি চিকিৎসকদের, যাঁদের সঙ্গে এই অধ্যাপকের কোনও যোগই নেই!
বুধবার, একটি আবাসনের ভেতরে তিনি যখন দিনের একাদশতম গাড়িতে আগুন লাগাতে যাচ্ছিলেন, তখনই তাঁকে হাতেনাতে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা।
পুলিশ জানিয়েছে, হেলমেট পরে একটি গাড়িতে ঢোকার চেষ্টা করছিলেন ৩৭ বছরের অধ্যাপক। তাতেই সন্দেহ হয় কর্মরত নিরাপত্তারক্ষীদের।
কীভাবে আগুন লাগাতেন গায়কোয়াড়? জেরায় পুলিশকে তিনি জানিয়েছেন, প্রথমে কর্পূর জ্বালিয়ে গাড়ির এয়ার ভেন্টের কাছে ধরতেন। ক্রমে সেই আগুন চলে যেত ইঞ্জিনে।
কিন্তু কেন তিনি এই কাণ্ড ঘটাতেন? এখনও তার সদুত্তর পায়নি পুলিশ। তবে, ধৃতের সহকর্মীদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তদন্তকারীরা।
বিআইএমএস-এ কর্মরত ধৃতের সহকর্মীদের দাবি, তাঁর অদ্ভুত আচরণ ও ব্যবহারের জন্য গায়কোয়াড়ের সঙ্গে কেউ খুব একটা কথা বলতেন না। এমনকী, তাঁকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও সরিয়ে দেওয়া হয়।






















