এক্সপ্লোর
Advertisement
সৌদি আরবে ১০ হাজার ভারতীয় অনাহারে, জেড্ডায় খাদ্য বন্টন কনসুলেটের
নয়াদিল্লি: সৌদি আরব কাজ হারিয়ে চরম সংকটে প্রায় ১০ হাজার ভারতীয়। খাদ্যের অভাবে পীড়িত এই ভারতীয়দের সাহায্যে এগিয়ে এল কেন্দ্র। উপসাগরীয় এই দেশে ভারতীয় মিশনকে সংকটাপন্নদের খাদ্য সরবহার ও অন্যান্য প্রয়োজনীয় সাহায্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ স্বদেশীয়দের সাহায্যে এগিয়ে আসার জন্য সেদেশে বসবাসকারী ৩০ লক্ষ ভারতীয়র কাছে আর্জি জানান। টুইটার তিনি জানান, রিয়াধের দূতাবাসকে কাজ হারানো ভারতীয়দের বিনামূল্যে খাবার সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। সুষমা জানান, সৌদি আরব ও কুয়েতে কাজ ও মজুরি সংক্রান্ত বিভিন্ন সমস্যা পড়েছেন ভারতীয়রা। সৌদি আরবে এই পরিস্থিত সবচেয়ে খারাপ।
আরও পড়ুন: সৌদি আরবে কাজ হারিয়ে অনাহারে প্রায় ৮০০ ভারতীয়, দূতাবাসকে খাবারের ব্যবস্থা করতে বললেন সুষমা
উল্লেখ্য, এক ব্যক্তি ট্যুইট করে জানান যে, জেড্ডায় প্রায় ৮০০ ভারতীয় গত তিনদিন ধরে অভূক্ত রয়েছেন। তিনি এ বিষয়ে বিদেশমন্ত্রীর সাহায্যের আর্জি জানান। এরপরই সুষমা ভারতীয় দূতাবাসকে দুর্গতদের সাহায্যের নির্দেশ দেন। পরে সুষমা জানান, সৌদি আরবে খাদ্য সংকটে পড়া ভারতীয়দের সংখ্যা ৮০০ নয়, প্রায় ১০ হাজার।
কর্মহীন শ্রমিকদের সমস্যা মেটানোর জন্য কথা বলতে বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ সৌদি যাচ্ছেন। বিষয়টি ওই দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলবেন বিদেশমন্ত্রকের আরেক রাষ্ট্রমন্ত্রী এম জে আকবর।
সুষমা অভয় দিয়ে বলেছেন, সৌদি আরবের একজন কর্মহীন শ্রমিকও না খেয়ে থাকবেন না, আশ্বাস দিচ্ছি।
তিনি জানান, সৌদি আরব ও কুয়েতের এক বড় সংখ্যায় ভারতীয় বিপাকে পড়েছেন তাদের নিয়োগকারীরা বেতন না দিয়েই কারখানা বন্ধ করে দেওয়ায়।
ভারতীয় কনসুলেটের আধিকারিকরা ইতিমধ্যেই জেড্ডার কাছে হাইওয়ের একটি ক্যাম্পের দিকে রওনা দিয়েছেন। সেখানে প্রায় কয়েকশ শ্রমিকের জরুরী সাহায্যের প্রয়োজন রয়েছে।
জেড্ডার ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে হাত মিলিয়ে কনসুলেট ইতিমধ্যেই প্রায় ১৫,৪৭৫ কেজি খাদ্য ও অন্যান্য সামগ্রী বন্টন করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
Advertisement