আগের চেয়ে সীমান্ত এখন অনেক বেশি নিরাপদ: রাজনাথ

জয়পুর: আগের চেয়ে ভারতের সীমান্ত এখন অনেক বেশি নিরাপদ। তবে, অবৈধ অনুপ্রবেশ রুখতে তাকে আরও দুর্ভেদ্য করতে হবে। এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।
শুক্রবার রাজনাথ বলেন, দেশের সীমান্ত আগের তুলনায় অনেক বেশি নিরাপদ। সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগামী বছরে সীমান্তকে দুর্ভেদ্য করা। যাতে কোনও ভিনদেশী নাগরিক ভারত সরকারের অনুমতি ছাড়া যেন এদেশে প্রবেশ না করতে পারে।
মোদী সরকারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে জয়পুরে মোদী-ফেস্টের সূচনা করতে এসেছিলেন রাজনাথ। সেখানেই তিনি গত বছরের সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গটি উত্থাপন করেন। জানিয়ে দেন, প্রয়োজন ফের এধরনের অভিযানে প্রস্তুত বাহিনী।
জয়পুরে বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজন সারছেন রাজনাথ সিংহ তিনি বলেন, পাকিস্তান থেকে জঙ্গিরা এদেশে ঢুকে আমাদের জওয়ানদের ওপর হামলা চালিয়ে তাঁদের প্রাণ কেড়ে নেয়। এরপরই, প্রধানমন্ত্রী বৈঠক ডাকেন যার ফলস্বরূপ, সেনা পাক-অধিকৃত কাশ্মীরে সফল সার্জিক্যাল স্ট্রাইক চালায়।
রাজনাথ জানান, তিনি সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ-কে নির্দেশ দিয়েছেন, পাকিস্তানের দিকে প্রথম গুলি না চালাতে। কিন্তু, ওপার থেকে গুলি এলে, তারা যেন যথাযথ প্রত্যুত্তর দেয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে।
অন্য প্রসঙ্গে, রাজনাথ স্বীকার করেন, সরকারের পক্ষে দেশের সকল যুবাকে চাকরি দেওয়া সম্ভব নয়। তবে, তাঁরা যাতে নিজ দক্ষতা কাজ জোগাড় করে নিতে পারেন, তার নিশ্চিত করতে দেশের বিভিন্ন জায়গায় স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলা হয়েছে। পাশাপাশি, তাঁরা যাতে নিজ ছোট ব্যবসা শুরু করতে পারেন, তার জন্য কম সুদে ঋণ দেওয়া হচ্ছে।






















