এক্সপ্লোর
Advertisement
ব্রিটেনকে টপকে গেল ভারতের অর্থনীতি
নয়াদিল্লি: গত ১৫০ বছরে এই প্রথম। ব্রিটেনকে টপকে গেল ভারত। অর্থনীতির মাপকাঠিতে সাবেক ২০০ বছরের ঔপনিবেশিক শাসক ব্রিটেনকে পিছনে ফেলে দিল ভারত। ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। গত ২৫ বছরে ভারতের দ্রুত আর্থিক বৃদ্ধি ঘটেছে। অন্যদিকে, ব্রেক্সিট গণভোটের ধাক্কায় নানা ধরনের অস্থিরতা ও সমস্যায় আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছে ব্রিটেন। গত ১২ মাসে পাউন্ডের দামও উল্লেখযোগ্যভাবে পড়েছে। গত একবছরে প্রায় ২০ শতাংশ হারে পড়েছে পাউন্ডের দাম।
ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ বছর ধরে ভারতের অর্থনীতি যে গতিতে এগিয়েছে তাতে ব্রিটেনকে টপকে যাওয়াটা অবধারিতই ছিল। কিন্তু বিশেষজ্ঞরা মনে করেছিলেন, এজন্য ২০২০ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে ভারতকে। কিন্তু ব্রেক্সিটের ধাক্কা যেভাবে পাউন্ডের ওপর পড়েছে এবং ভারতের অর্থনীতি যে গতিতে এগিয়েছে, তাতে উল্লিখিত সময়ের আগেই ব্রিটেনকে টপকে গেল ভারত।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় অর্থনীতির বৃদ্ধি-হার বছরে ৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮ শতাংশ। আর ব্রিটেনের আর্থিক বৃদ্ধি-হারটা কমতে কমতে বছরে ১ থেকে ২ শতাংশের মধ্যেই আটকে গিয়েছে। সেটা থমকে থাকবে ২০২০ সাল বা তার কিছু সময় পর পর্যন্ত।
তাত্পর্য্যপূর্ণ ব্যাপার, আর্থিক থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) ২০১১-র ডিসেম্বরে পূর্বাভাস দিয়েছিল যে, ২০২০-র মধ্যে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্ অর্থনীতি হতে চলেছে। কিন্তু ভারত তার বহু আগেই সেই মাইলস্টোন পেরিয়ে গেল।
এই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। ট্যুইটারে তিনি লিখেছেন, ব্রিটেনকে টপকে আমেরিকা, চিন, জাপান ও জার্মানির পর এখন ভারত বিশ্বের পঞ্চম বৃহত্ অর্থনৈতিক শক্তি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement