আরও তলানিতে যেতে পারে দেশের অর্থনীতি, প্রভাব বিশ্বের বাজারেও, আশঙ্কা প্রকাশ করে জানাল আইএমএফ
আগামী ৩ মাসে বৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার।
নয়াদিল্লি: আগামী পয়লা ফেব্রুয়ারি সংসদে সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগে ভারতের অর্থনীতির জন্য দুঃসংবাদ। সম্প্রতি ভারতীয় অর্থনীতি যে অবস্থায় রয়েছে তার সামগ্রিক চেহারা আরও দুর্বিসহ হয়ে উঠতে পারে। আরও তলানিতে যেতে পারে দেশের অর্থনীতি। আগামী ৩ মাসে বৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার।
গত বছর অক্টোবরে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ছিল ৬.১ শতাংশ। কিন্তু বছর পড়তে না পড়তেই আর্থিক বৃদ্ধির হার কমিয়ে ৪.৮ শতাংশের পূর্বাভাস দিল আইএমএফ। গ্রামাঞ্চলের মানুষের আয় কমায় বৃদ্ধির পূর্বাভাস ছাঁটল আইএমএফ। যার প্রভাব পড়তে চলেছে বিশ্ব অর্থনীতিতেও। ওয়াকিবহল মহলের মতে এক, ব্যাঙ্ক নয় এমন অর্থনৈতিক ক্ষেত্রে মন্দা এবং দুই, গ্রামাঞ্চলে মানুষের অর্থনৈতিক উন্নতি না হওয়ার করাণেই এই পরিস্থিতির তৈরি হয়েছে। তবে আইএমএফ রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২২ আর্থিক বর্ষে ভারতীয় অর্থনীতির সুদিন ফিরতে পারে। শ্রীবৃদ্ধি হতে পারে ৬.৫ শতাংশ পর্যন্ত।
অন্যদিকে অক্সফ্যামের রিপোর্টে ভারতে ভয়াবহ আর্থিক বৈষম্যের কথাও উঠে এসেছে। সেই রিপোর্টকে হাতিয়ার করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন রাহুল গাঁধী। তাঁর ট্যুইট, “দেশের গরিব মানুষের সম্পদ হাতিয়ে নিয়ে মোদি তাঁর বন্ধু পুঁজিপতি এবং যে প্রতিপত্তিশালীদের উপর তিনি নির্ভর করেন, তাঁদের হাতে তুলে দিচ্ছেন। বিপুল ধনসম্পত্তির অধিকারী ১ শতাংশের হাতে যা সম্পদ আছে, তা দেশের ১০০ কোটি গরিব মানুষের মোট সম্পদের চার গুণেরও বেশি।”