ভারত-পাক সমস্যার সমাধান দ্বিপাক্ষিকস্তরেই, ফের জানিয়ে দিল কেন্দ্র
নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের মধ্যে চলা দ্বিপাক্ষিক সমস্যাগুলির সমাধান ‘দ্বিপাক্ষিকস্তরেই’ করতে হবে। রাষ্ট্রসংঘের প্রধানের মন্তব্যের প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়ে দিল কেন্দ্র।
বৃহস্পতিবার, বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে জানান, রাষ্ট্রসংঘের প্রধান কী বলেছেন, সেই সম্পর্কে তিনি ওয়াকিবহাল। বলেন, আমি জানি সংবাদমাধ্যমে কী বলা হয়েছে। আসলে, রাষ্ট্রসংঘের মহাসচিব একটি প্রশ্নের প্রেক্ষিতে প্রশ্নই করেছেন। তিনি যোগ করেন, দুদেশের মধ্যে বহমান দ্বিপাক্ষিক সমস্যাগুলির সমাধান দ্বিপাক্ষিকস্তরেই করতে হবে। তিনিও (মহাসচিব) জানেন ভারতের অবস্থান।
প্রসঙ্গত, সম্প্রতি ভারত-পাক সম্পর্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ জানান, কাশ্মীর সমস্যার সমাধানে তিনি দুই দেশের মধ্যে আলোচনার পথ প্রশস্ত তৈরি করা চেষ্টা চালাচ্ছেন। এই সংক্রান্ত প্রশ্ন করা হলে গুতেরেজ বলেছিলেন, কী মনে হয়, আমি পাক প্রধানমন্ত্রীর সঙ্গে তিনবার ও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দুবার কেন দেখা করেছি?