এক্সপ্লোর
Advertisement
চলতি মাসেই সিন্ধু জল চুক্তি নিয়ে হতে পারে ভারত-পাক বৈঠক
ইসলামাবাদ: চলতি মাসের শেষের দিকেই সিন্ধু নদীর জলবন্টন চুক্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ইসলামাবাদে আলোচনায় বসতে চলেছে ভারত ও পাকিস্তান। এরই সূত্র ধরে দুই প্রতিবেশী দেশের মধ্যে মধ্যে গত সাত মাস ধরে বন্ধ থাকা আলোচনা ফের শুরু হতে চলেছে। পাক জঙ্গি সংগঠনগুলির হামলার পরিপ্রেক্ষিতে ভারত সব ধরনের আলোচনা বাতিল করে দিয়েছেল।
সরকারি সূত্রের খবর, স্থায়ী সিন্ধু কমিশনের বৈঠক ৩১ মার্চের আগে অনুষ্ঠিত হবে। কারণ, চুক্তি অনুযায়ী এই বৈঠক বাধ্যতামূলক। চুক্তি অনুযায়ী, প্রতি আর্থিক বছরে ভারও ও পাকিস্তানকে বৈঠকে বসতে হয়। বৈঠক না হলে তা হবে চুক্তি লঙ্ঘনের সামিল। চলতি মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে এক বা দুই দিনের জন্য এই বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। কমিশনের শেষ বৈঠক হয়েছিল ২০১৫-র জুনে।
উল্লেখ্য, রক্ত ও জল একসঙ্গে প্রবাহিত হতে পারে না বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর গত বছরের সেপ্টেম্বরে উরি হামলা সহ সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী এই জলবন্টন চুক্তি পর্যালোচনা করার জন্য একটি বৈঠক করেছিলেন। বৈঠকের পর সরকারি আধিকারিকরা ঘোষণা করেছিলেন যে, সরকার এই চুক্তি সংক্রান্ত আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে জম্মু ও কাশ্মীরের মধ্যে দিয়ে প্রবাহিত নদীগুলির জলের ব্যবহার বাড়ানোর কথাও জানানো হয়েছিল।
উল্লেখ্য, দুই দেশের আধিকারিকদের নিয়ে গঠিত সিন্ধু কমিশন। চুক্তির রূপায়ন সংক্রান্ত আলোচনা ও বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ৫৭ বছরের পুরানো এই চুক্তি অনুসারে ওই কমিশন গঠিত হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement