এক্সপ্লোর
Advertisement
১৬ বছরের বিবাহিত জীবনে ইতি, পিটার মুখার্জিকে ডিভোর্স নোটিস পাঠালেন ইন্দ্রাণী
মুম্বই: ১৬ বছরের বিবাহিত জীবনে ইতি টেনে পিটার মুখার্জিকে ডিভোর্সের নোটিস পাঠালেন শিনা বোরা হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়। বিভিন্ন সূত্র থেকে শোনা যায়, প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়ে যান ইন্দ্রাণী-পিটার। তারপর দুজনের বিয়ে, একসঙ্গে সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে ওঠা, পেশাদার জগতের ব্যর্থতাও দুজনে মিলে সামলান। তবে ইন্দ্রাণীর মেয়ে শিনা বোরা হত্যাকাণ্ডে দুজনের নাম জড়ানোর পর থেকেই তাঁদের সম্পর্কে শীতলতা আসতে শুরু করে।
সূত্রের দাবি, গত ২৫ এপ্রিল, ইন্দ্রাণীর আইনজীবী এডিথ দে কুরিয়ারের মাধ্যমে পিটারকে ডিভোর্স নোটিস পাঠিয়েছেন। পিটার এবং ইন্দ্রাণী দুজনেই এখন জেলে রয়েছেন। অগাস্ট ২০১৫ সালে ইন্দ্রাণীকে গ্রেফতার করে পুলিশ। তার কয়েক মাস পরই গ্রেফতার হন পিটার।
তবে মুখার্জি দম্পতির মধ্যে বিবাহবিচ্ছেদ হয়ে যাবে, এমন খবর আগেও একাধিকবার শোনা গিয়েছিল। ২০১৬ সালে পিটারের আইনজীবী জানান, তিনি তাঁর স্ত্রীকে ডিভোর্স দিতে চান। তারপর ২০১৭ সালে ইন্দ্রাণী আদালতের কাছে বিবাহবিচ্ছেদ মামলা দায়ের করার জন্যে অনুমতি চান। তবে এই প্রথমবার বাস্তবে পিটারকে ডিভোর্স নোটিস পাঠালেন ইন্দ্রাণী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement