এক্সপ্লোর
মধ্যপ্রদেশের এই দারুণ সুদর্শন আইপিএস অফিসারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

ভোপাল: ভারতীয় পুলিশ? শুনলেই বেশিরভাগ সময় চোখে ভেসে ওঠে মোটাসোটা চূড়ান্ত আনফিট পুলিশকর্মীর চেহারা। কিন্তু মধ্যপ্রদেশের এই পুলিশ অফিসারকে দেখলে বহু মেয়ের রাতের ঘুম উড়ে যাবে।
মধ্যপ্রদেশের পুলিশ বিভাগের ফিটনেস আইকন হয়ে গিয়েছেন সচিন। যেখানেই তিনি যাচ্ছেন, তাঁর সঙ্গে সেলফি নিতে হাজির হয়ে যাচ্ছেন অনেকে।
ইনি হলেন সচিন অতুলকর, আইপিএস। উজ্জয়িনীর পুলিশ সুপার। সোশ্যাল মিডিয়ায় এঁর ছবি ভাইরাল হয়ে গিয়েছে। তাঁর সুপার ফিট চেহারার ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুক, টুইটারে। ছবিতে পরিষ্কার, সরকারি চাকরি না করে তিনি বলিউডেও যেতে পারতেন। জানা গিয়েছে, মাত্র ২২ বছর বয়সে আইপিএস হয়েছেন সচিন। বডি বিল্ডিং করেন, যোগ ব্যায়ামও। পাশাপাশি তিনি সোনার মেডেল জয়ী জাতীয় স্তরের ক্রিকেট খেলোয়াড়। হর্স রাইডিংয়েও স্বর্ণপদক পেয়েছেন তিনি।
মধ্যপ্রদেশের পুলিশ বিভাগের ফিটনেস আইকন হয়ে গিয়েছেন সচিন। যেখানেই তিনি যাচ্ছেন, তাঁর সঙ্গে সেলফি নিতে হাজির হয়ে যাচ্ছেন অনেকে। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















