চলন্ত গাড়ি থেকে শিশুর রাস্তায় পড়ে যাওয়ার শিউরে ওঠার মতো ভিডিও শেয়ার করে সতর্কবার্তা আইপিএস অফিসারের
গাড়িতে নিয়ে যাওয়ার সময় শিশুদের জন্য দরজার সেফটি লক ও আসন নিয়ে সতর্ক থাকা যে কতটা জরুরি, তা তুলে ধরতে আইপিএস অফিসার পঙ্কজ নেইন একটি ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন। যে ভিডিওতে নেইন শেয়ার করেছেন, তা রীতিমতো শিউরে ওঠার মতো। ভিডিওতে দেখা গিয়েছে, চলন্ত গাড়ি থেকে ব্যস্ত রাস্তায় পড়ে গিয়ে অত্যাশ্চর্যভাবে প্রাণে রক্ষা পেল একটি শিশু।
ভিডিওটি ট্যুইটারে কয়েক হাজার বার দেখা হয়েছে। নেটিজেনরা প্রতিক্রিয়ায় তাঁদের ভিডিওটিতে দেখে শিউরে ওঠার কথা জানিয়েছেন।Child lock and child seats are very important when travelling with childrens. Check all doors are closed properly, and child lock is on. Always make sit children in a child restraint seat. All kids wont be as lucky as this one. #Staysafe #Roadsafety pic.twitter.com/qfnf1rMrox
— Pankaj Nain IPS (@ipspankajnain) January 9, 2020
Child lock is the right option. Children's must be engaged under seat belt. It could have easily prevented this.
— Dhamu (@dhamuven) January 9, 2020
Thanks sir for sharing such good awareness. ????????
— Jerry Mishra (@JerryM_02) January 9, 2020
Thank you Sir ! All the parents should be example for kids to obey rules and keep alertness !!
— Shyam Kumar (@kumars_view) January 9, 2020
As you mentioned miracle saved the child. Thanks to both bus & tempo drivers also for their alertness & immediate stoppage of vehicles. Awareness is the best way to avoid like wise accidents #Staysafe #Roadsafety
— Trishala (@Trishal38807152) January 9, 2020
গত বছরই কেরলে বাবা-মা ঘুমিয়ে পড়ার পর এক বছরের একটি শিশু গাড়ি থেকে রাস্তায় পড়ে গিয়েছিল। একটি জঙ্গলের কাছে রাস্তায় শিশুটিকে হামাগুড়ি দিতে দেখা গিয়েছিল। পরে অবশ্য শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।sir , this video is very useful and also necessary to wake up . thanks for this kind of video .
— H.Pandiit (@HPandiit) January 9, 2020