মার্চে সার্ক-উপগ্রহ উৎক্ষেপণ করা হতে পারে: ইসরো
শ্রীহরিকোটা: আগামী মার্চ মাসে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রথম নিজস্ব উপগ্রহ উৎক্ষেপণ করবে ভারত।
এদিন, এক উৎক্ষেপণে একসঙ্গে ১০৪টি উপগ্রহকে সাফল্যের সঙ্গে মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে প্রতিস্থাপন করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) পিএসএলভি-সি৩৭ রকেট। সেই সাফল্য প্রসঙ্গে সাংবাদিকেদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার চেয়ারম্যান এ এস কিরণ কুমার জানান, আগামী মার্চ ও এপ্রিল মাসে দুটি উৎক্ষেপণ করা হবে।
তিনি বলেন, চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে দুটি কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পাঠানোর ভাবনা রয়েছে। মার্চে জিএসএলভি-মার্ক টু রকেটের মাধ্যমে একটি সার্ক উপগ্রহ মহাকাশে পাঠানো হবে।
তিনি যোগ করেন, পরের মাস, অর্থাৎ এপ্রিলে জিএসএলভি মার্ক থ্রি রকেটে করে দেশীয় জিস্যাট-১৯ যোগাযোগ উপগ্রহ মহাকাশে পাঠাবে ইসরো। এখন সেই নিয়ে জোরকদমে প্রস্তুতি চলছে।
২০১৪ সালের নভেম্বর মাসে নেপালের সার্ক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে টেলি-যোগাযোগ ব্যবস্থা ও টেলি-মেডিসিনের আদানপ্রদানকে আরও উন্নত করতে একটি পৃথক সার্ক উপগ্রহ তৈরি করছে ভারত। প্রসঙ্গত, পাকিস্তান ওই সময় প্রকল্প থেকে সরে এসেছিল।