চিন-সীমান্তে নজরদারি বাড়াতে আইটিবিপি-র হাতে আসছে স্নো-স্কুটার
নয়াদিল্লি: চিন সীমান্তে নজরদারি আরও জোরদার করতে এবার নিরাপত্তার দায়িত্বে থাকা ইন্দো-তিব্বতীয় সীমান্ত বাহিনীর (আইটিবিপি) হাতে আসতে চলেছে স্নো –স্কুটার।
এতদিন এই কেতাদুরস্ত ও দ্রুতগতির যানকে মূলত বরফে-ঘেরা পর্যটকস্থল ও অ্যাডভেঞ্চার স্পোর্টসে ব্যবহার করা হত। এবার সুরক্ষার জন্য এই বিশেষ স্কুটারের ব্যবহার করা হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, একটি মার্কিন সংস্থা থেকে এধরনের পাঁচটি স্কুটার প্রথম দফায় কেনা হবে। সেগুলি চিন-সীমান্ত লাগোয়া লাদাখ, উত্তরাখণ্ড এবং সিকিমে মোতায়েন আইটিবিপি-র হাতে তুলে দেওয়া হবে।
সূত্রের খবর, এউ ৫টি স্কুটার কিনতে প্রায় ১ কোটি টাকা খরচ হবে। এক-একটি স্কুটারে দুজন করে বসতে পারবেন। সঙ্গে আগ্নেয়াস্ত্র ও গোলাগুলি রাখারও বন্দোবস্ত থাকবে। এছাড়া, চেনকেস বেল্টের সাহায্যে ৪৫ ডিগ্রি ঢালেও বিনা বাধায় চলতে সক্ষম প্রায় পৌনে ৩০০ কেজি ওজনের এই স্কুটার।