এক্সপ্লোর
আট রাজ্যে বিধানসভা নির্বাচন মাথায় রেখে জেটলির বাজেটে কৃষিতে জোর

নয়াদিল্লি: চলতি বছরই আট রাজ্যে বিধানসভা নির্বাচন। বছর ঘুরলেই আবার লোকসভা ভোট। সম্প্রতি গুজরাত নির্বাচনের ফল বলছে, গ্রামীণ মানুষ বিজেপির প্রতি অসন্তুষ্ট। এই প্রেক্ষাপটে লোকসভা ভোটের আগে পূর্ণাঙ্গ বাজেটে গ্রাম ও গরিবদের মন জয়ের মরিয়া চেষ্টা করলেন মোদী-জেটলিরা। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য উৎপাদন মূল্যের অন্তত দেড় গুণ হবে বলে জানিয়েছেন জেটলি। এছাড়াও কৃষিঋণ খাতে ১১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষিজ পণ্যের বাজার তৈরিতে ২ হাজার কোটি টাকা। ২০২২ এর মধ্যেকদ কৃষকদের আয় বাড়িয়ে দ্বিগুণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উল্লেখ করেন জেটলি। বলেন, বাজেটে কৃষি থেকে আয় বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক কালে কেন্দ্রীয় বাজেটে কৃষিজ পণ্যে বাজার তৈরির জন্য এই বিশাল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়নি। সাধারণ বাজেটে অপারেশন গ্রিন খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাঁশ চাষে উৎসাহিত দিতে বরাদ্দ করা হয়েছে ১২৯০ কোটি টাকা। প্রকল্পের নাম ‘ন্যাশনাল বাম্বু মিশন’। চলতি বছরে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, ত্রিপুরা, কর্নাটক, মেঘালয়, নাগাল্যান্ড ও মিজোরামে ভোট রয়েছে। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর আগামী বছর প্রথমবার জনাদেশের মুখোমুখি হবে মোদী সরকার। বিশেষজ্ঞদের মতে, এর আগে তাই কোনও ঝুঁকি নিতে চাইল না তারা। কৃষক আত্মহত্যার ঘটনায় গ্রামাঞ্চলে পুঞ্জীভূত ক্ষোভ প্রশমনে জোর দেওয়া হল কৃষিতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















