এক্সপ্লোর
Advertisement
বিদেশি পাইলটদের সঙ্গে বিমানে না ওড়ার সিদ্ধান্ত স্থগিত জেটের দেশীয় বিমানচালকদের
নয়াদিল্লি: বিদেশি পাইলটদের সঙ্গে আগামী মাস থেকে বিমানে না চড়ার সিদ্ধান্ত স্থগিত রাখল জেট এয়ারওয়েজের স্থানীয় বিমানচালকদের সংগঠন দি ন্যাশনাল এভিয়েটর্স গিল্ড।
বেঙ্গালুরুতে এক ট্রেনারের সঙ্গে বিদেশি পাইলটদের একজনের বিরুদ্ধে খারাপ আচরণ, নিগ্রহের অভিযোগ ওঠায় গিল্ড সিদ্ধান্ত নিয়েছিল, ১ মে থেকে বিদেশি পাইলটদের সঙ্গে বিমানে উঠবেন না স্থানীয় পাইলটরা। জেট কর্তৃপক্ষও দেশীয় বিমানচালকদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করে বলে অভিযোগ করে গিল্ড।
তবে আপাতত আগের সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত থাকছে বলে গিল্ডের একটি সূত্র জানিয়েছে। গিল্ডের কর্মকর্তাদের এক বৈঠকে ঠিক হয়, তাদের সমস্যা, অসন্তোষ নিরসনে জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষকে সময় দিতেই আপাতত বিদেশি পাইলটদের সঙ্গে এক বিমানে না ওঠার সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। তবে গিল্ডের একটি সূত্রের দাবি, জেট কর্তৃপক্ষ বিদেশি পাইলটদের বিরুদ্ধে জাতিবিদ্বেষী কটাক্ষের অভিযোগ খতিয়ে দেখে ঘোষিত পলিসি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলেই ওই সিদ্ধান্ত স্থগিত থাকছে।
গিল্ড সদস্যদের এও বলেছে, গরমের ছুটির মরসুম আসছে। আমরা অবগত রয়েছি যে, বিদেশি পাইলটদের সঙ্গে না ওড়ার সিদ্ধান্তে ফ্লাইট সূচি বদলে গেলে আমাদের গেস্টরা সমস্যায় পড়বেন।
সূত্রের খবর, ২৬ এপ্রিল গিল্ডের সঙ্গে বৈঠক ডেকেছিল জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ। কিন্তু তাদের অধিকাংশ সদস্যই ডিউটিতে ব্যস্ত থাকায় সেই বৈঠক হয়নি। সম্ভবত আগামী সপ্তাহে ওই বৈঠক হচ্ছে।
প্রসঙ্গত, জেট এয়ারওয়েজে প্রায় ৬০ জন বিদেশি বিমানচালক আছেন, যাঁরা প্রধানত বোয়িং ৭৩৭ চালান। গিল্ডের দাবি, জেট এয়ারওয়েজের হাজার দেড়েক পাইলটের মধ্যে প্রায় ১ হাজার তাদের সদস্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement