এক্সপ্লোর
Advertisement
ঝাড়খণ্ডের হাসপাতালে কোভিড-১৯ পজিটিভ বন্দির মদ্যপানের ছবি ভাইরাল, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, করোনা পজিটিভ লোকটি হাসপাতালের বিছানায় বসে বোতল থেকে গ্লাসে মদ ঢালছে, তার সামনে অ্যালুমিনিয়ামের ফয়েলে খাবার পড়ে রয়েছে। তার ডান হাতে ঝুলছে হাতকড়া।
রাঁচি: ধানবাদের হাসপাতালে কোভিড-১৯ পজিটিভ বন্দির মদ্যপানের ছবি ভাইরাল হওয়ার পর তদন্তের নির্দেশ দিলেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁকে ছবিটি ট্যুইট করেন জনৈক ব্যক্তি। সেটি রিট্যুইট করে ধানবাদের ডেপুটি কমিশনার উমাশঙ্কর সিংহকে তদন্ত করতে বলেন মুখ্যমন্ত্রী, এমন অনিয়মের জন্য দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন। সংশ্লিষ্ট সাব ডিভিশনাল পুলিশ অফিসার ও সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ঘটনার তদন্ত করবেন বলে জানিয়েছেন উমাশঙ্কর। মুখ্যমন্ত্রীকে প্রাথমিক তদন্তের অগ্রগতির কথা জানানো হয়েছে,বলেছেন তিনি।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, করোনা পজিটিভ লোকটি হাসপাতালের বিছানায় বসে বোতল থেকে গ্লাসে মদ ঢালছে, তার সামনে অ্যালুমিনিয়ামের ফয়েলে খাবার পড়ে রয়েছে। তার ডান হাতে ঝুলছে হাতকড়া।
কাটরাস থানার ওসি রাসবিহারী লাল লোকটিকে শনাক্ত করেছেন শান্তনু গুপ্তা নামে। ৩০ বছর বয়সি শান্তনুকে গত বৃহস্পতিবার তোলাবাজির অভিযোগে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। তবে সে টেস্টে করোনা পজিটিভ হওয়ায় সেখান থেকে তাকে পুলিশ শুক্রবার ভর্তি করে কোভিড-১৯ চিকিত্সার জন্য নির্ধারিত ভারত কোকিং কোল লিমিটেডের (বিসিসিএল)সেন্ট্রাল হাসপাতালে। কঠোর নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও কী করে শান্তনুর কাছে মদের বোতল পৌঁছে গেল, একজন ডাক্তার, নার্স বা সেবাকর্মীও তাকে ওয়ার্ডের ভিতরে মদ্যপান করতে দেখেননি, তা বুঝতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সামগ্রিক নিরাপত্তার দায়িত্ব বিসিসিএলের বলে জানিয়েছে সূত্রটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement