এক্সপ্লোর
Advertisement
বুরহানের মৃত্যুর পর আজ কাশ্মীরে স্থগিত অমরনাথ যাত্রা, বন্ধ মোবাইল-ইন্টারনেট পরিষেবা
শ্রীনগর: সেনা অভিযানে কুখ্যাত হিজবুল কমান্ডার বুরহান মুজফ্ফর ওয়ানির মৃত্যুর পর জম্মু-কাশ্মীর জুড়ে হাই অ্যালার্ট। অনন্তনাগ ও কুলগামে জারি কার্ফু। দর্শনার্থীদের নিরাপত্তার খাতিরে আজ সারাদিনের জন্য স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা। নিরাপত্তা বাহিনীর দাবি, অমরনাথ যাত্রীরা বুরহানের নিশানায় ছিল। গত কয়েকদিনে ভিডিও প্রকাশ করে হুমকি দেওয়া হয়।
গতকাল সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় মোস্ট ওয়ান্টেড হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির। জম্মু-কাশ্মীরের ত্রালের বাসিন্দা বুরহান ৭ বছর ধরে সেনার নজরে ছিল। বুরহানের ওপর ১০ লক্ষ টাকার আর্থিক পুরস্কারও ঘোষণা করেছিল সরকার।বুরহানের মৃত্যুর পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাশ্মীর উপত্যকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সুযোগসন্ধানীরা যাতে গুজব ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তুলতে না পারে তার জন্যই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে।এর পাশাপাশি, সমগ্র পুলওয়ামা জেলা এবং অনন্তনাগ, সোপিয়ান, পুলগাম এবং সোপোরে নিয়ন্ত্রণ বলবত্ করা হয়েছে। শ্রীনগরের কিছু কিছু এলাকাতেও এই নিয়ন্ত্রণ বলবত্ করা হয়েছে। এদিন স্কুল বোর্ডের নির্ধারিত সমস্ত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। কাশ্মীর অঞ্চলের বারামুল্লা থেকে জম্মুর বানিহালে ট্রেন পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, ১৪ বছরে বাড়ি ছেড়ে জঙ্গি দলে নাম লেখায় বুরহান। তার মৃত্যুর প্রতিবাদে কাশ্মীরের কোনও কোনও অংশে বিক্ষোভও দেখানো হয়েছে। জম্মু ও শ্রীনগর হাইওয়েতে সেনা শিবির ছাড়াও যানবাহন লক্ষ্য করে পাথর ছোঁড়ে হিংসাশ্রয়ী জনতা।
এদিকে, কট্টরপন্থী সৈয়দ আলি গিলানি, নরমপন্থী মিরওয়াইজ উমর ফারুক, আসিয়া আনদ্রাবি সব কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা বুরহানের মৃত্যুর প্রতিবাদে বনধ ডেকেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement