এক্সপ্লোর
Advertisement
ছুটিতে বাড়ি এসেছিলেন, কাশ্মীরে অপহৃত পুলিশ কনস্টেবলের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার
শ্রীনগর: কাশ্মীরে অপহৃত পুলিশ কনস্টেবলের নিথর বুলেটে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল। সালিম শাহ নামে জম্মু ও কাশ্মীর পুলিশের ওই কনস্টেবলকে তাঁর কুলগামের মুতলহামা এলাকার বাড়ি থেকে সন্ত্রাসবাদীরা তুলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ। ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন। তাঁর হত্যাকারীদের খোঁজে অভিযান চলছে বলে জানান জনৈক প্রথম সারির পুলিশ অফিসার। মামলা দায়ের করা হয়েছে এ ঘটনায়।
চলতি মাসের গোড়ায় সিনিয়র পুলিশ সুপার শৈলেন্দ্র মিশ্রের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসাবে নিযুক্ত পুলিশ কনস্টেবল জাভেদ আহমেদকেও ভেহিল এলাকায় তাঁর বাড়ি থেকে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তুলে নিয়ে যাওয়ার পর মাথায় গুলি করে খুন করা হয়। কুলগামের শেহপোরায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখা গিয়েছিল আরেক পুলিশকর্মীর দেহ।
গত কয়েক মাসে কাশ্মীরী যুবকদের একটা বড় অংশকে সেনাবাহিনীতে রিক্রুটমেন্টের সময় হাজির থাকতে দেখা গিয়েছে। পুলিশ বাহিনীতেও যোগদানে তাঁদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। সে কারণেই সন্ত্রাসবাদীরা যুবকদের ভয় দেখিয়ে নিরস্ত করতে ছুটি কাটাতে বাড়িতে ফেরা জওয়ান বা পুলিশকর্মী যুবকদের টার্গেট করছে। দিনকয়েক আগে পুলওয়ামায় হিজবুল মুজাহিদিনের পোস্টার দেখা যায়, যাতে স্থানীয়দের পুলিশ বাহিনীতে নিয়োগের সময় তা থেকে দূরে থাকতে বলা হয়েছে। সাবধান করে দিয়ে বলা হয়েছে, এই নিষেধ অমান্য করার শাস্তি মৃত্যু।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement