এক্সপ্লোর
Advertisement
পড়ুয়াদের সাজা মুক্ত আলোচনার ওপর আঘাত, উপাচার্যকে চিঠি জেএনইউয়ের ১০ প্রফেসরের
নয়াদিল্লি: রোমিলা থাপার, দীপক নায়ার সমেত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ১০ প্রফেসর এমিরেটাস উপাচার্য জগদীশ কুমারকে চিঠি লিখে শাস্তিপ্রাপ্ত পড়ুয়াদের হয়ে সওয়াল করলেন। দেশের প্রথম সারির মেধাচর্চার কেন্দ্রে সাম্প্রতিক ঘটনাবলীতে তাঁরা ‘বিচলিত’ বলে জানিয়ে ক্যাম্পাসে ৯ ফেব্রুয়ারির বিতর্কিত অনুষ্ঠানে দেশবিরোধী স্লোগান ওঠার জেরে পড়ুয়াদের সাজা দেওয়ার কর্তৃপক্ষের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন অধ্যাপকরা। পড়ুয়াদের ‘কঠোর’ সাজাদানের মাধ্যমে সেখানে অবাধ বাকস্বাধীনতার অধিকার ‘খর্ব’ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা।
অধ্যাপকরা লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান কর্তৃপক্ষ ৯ ফেব্রুয়ারির অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে জরিমানা চাপিয়ে, বহিষ্কারের পদক্ষেপ করে মুক্ত আলোচনার ওপর বিধিনিষেধের খাড়া নামিয়ে এনেছে। ওদের গ্রেফতার করে জেলে পোরার পরও এটা হয়েছে। এখন আবার এক নির্দেশ জারি করে বিশ্ববিদ্যালয় চত্বরে বাইরের লোকজনের প্রবেশ নিষিদ্ধ হয়েছে। আমরা আবেদন করছি, কর্তৃপক্ষ এহেন যাবতীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন, জেএনইউয়ের প্রচলিত রীতি অনুসারেই চলুন। এসব পদক্ষেপের কোনওটিরই প্রয়োজন নেই।
থাপার, নায়ার ছাড়াও আবেদনপত্রে নাম রয়েছে অমিত ভাদুড়ী, শীলা ভাল্লা, জয়া হাসান, উত্সা পট্টনায়েক, প্রভাত পট্টনায়েকের মতো নামী মানুষদের। তাঁরা এও বলেছেন, বিশ্ববিদ্যালয় সবসময়ই পড়ুয়া ও শিক্ষকদের মধ্য থেকে উঠে আসা নানা ইস্যুতে খোলামেলা আলোচনার জায়গা ছিল। সেমিনার বা ঘরোয়া আলোচনাসভা-যাই হোক, সেখানে বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে যেমন বক্তাদের ডাকা হত, তেমনই আমন্ত্রণ পেতেন বাইরের বিশেষজ্ঞরাও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement