এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
'জাল খবর' ছড়ালে স্বীকৃতি হারাবেন সাংবাদিকরা, হুঁশিয়ারি কেন্দ্রের
নয়াদিল্লি: যদি দেখা যায় সাংবাদিকরা ‘জাল খবর’ প্রচার করছেন তবে তাঁদের স্বীকৃতি বাতিল হয়ে যাবে। হুঁশিয়ারি দিল কেন্দ্র। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক গতকাল রাতে জানিয়ে দিয়েছে এ কথা।
আমেরিকার মত পশ্চিমী দেশের পর জাল খবর নিয়ে উদ্বেগ ছড়িয়েছে ভারতেও। বিশেষত বিশাল সংখ্যক সংবাদপত্র, সংবাদ চ্যানেল ও ওয়েবসাইট বাজারে এসে পড়ায় জাল খবর প্রচারের আশঙ্কা সরিয়ে রাখা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে সাংবাদিকরাই প্রশ্ন তুলেছেন, সংবাদমাধ্যমের দায়বদ্ধতা নিয়ে। এক ওয়েবসাইটের প্রকাশককে জাল খবর প্রকাশের অভিযোগে বেঙ্গালুরু পুলিশ গ্রেফতার করেছে।
প্রেস ইনফরমেশন ব্যুরো যদি সব দিক বিবেচনা করে জানিয়ে দেয়, জাল খবর প্রকাশিত হয়েছে, তবে এমন ঘটনা প্রথম ঘটলে ৬ মাসের জন্য সংশ্লিষ্ট সাংবাদিকের স্বীকৃতি বাতিল হয়ে যাবে, দ্বিতীয় ক্ষেত্রে ১ বছরের জন্য। এরপরেও একই ঘটনা ঘটলে বরাবরের জন্য বাতিল হবে স্বীকৃতি।
কিন্তু কেন্দ্র সংশ্লিষ্ট সাংবাদিকের সরকারি স্বীকৃতি বাতিল করার কথা বলায় প্রশ্ন উঠেছে সরকার শুধু মূল ধারার সংবাদমাধ্যমের ওপরেই খড়গহস্ত হতে চাইছে কিনা। বিরোধীরাও প্রশ্ন তুলেছে, এর ফলে সৎ সাংবাদিকদের হেনস্থা করা হবে কিনা। যদিও তথ্য ও প্রযুক্তি মন্ত্রী স্মৃতি ইরানি এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন।
[embed]https://twitter.com/smritiirani/status/980881216869142528?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fjournalists-to-lose-accreditation-for-writing-fake-news-says-modi-govt-information-and-broadcasting-ministry-823151&tfw_creator=abc&tfw_site=http%3A%2F%2Fabpnews.abplive.in[/embed]
বিষয়টি আলোচনা করতে জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া। অনেকে অভিযোগ করেছেন, এই পদক্ষেপে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে চাইছে কেন্দ্র। বিশেষত তদন্ত শেষ হওয়ার আগেই সাংবাদিকের সরকারি স্বীকৃতির ওপর সাসপেনশন বসানো নিয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে ঝড় উঠতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও সরকারের দাবি, ১৫ দিনের মধ্যেই তদন্তের কাজ শেষ হয়ে যাবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement