Congress News: প্রথমবার ভোটে জিতে সংসদে পা রাখবেন প্রিয়ঙ্কা, কলকাতার কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস তুঙ্গে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: দাদার ছেড়ে আসা আসনে বাজিমাত বোনের। ওয়েনাডে জয়ী প্রিয়ঙ্কা গান্ধী। ৪ লক্ষ ১০ হাজার ৯৩১ ভোটে জয়ী হয়েছেন তিনি। জয়ের পর প্রিয়ঙ্কা বলছেন, মানুষ আস্থা রেখেছেন। বড় দায়িত্ব, মানুষের ভালবাসায় সম্মানিত, বলছেন প্রিয়ঙ্কা।
আরও খবর..
'বাংলাকে বদনাম করতে জমিদারদের তৈরি গল্প খারিজ করে দিল মানুষ', ৬ কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের জয়ের পর পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'বাংলাকে বদনাম করতে জমিদাররা যে গল্প তৈরি করেছিল, মানুষ তা খারিজ করেছে'। 'প্রথমবার সেবা করার সুযোগ দেওয়ার জন্য মাদারিহাটের মানুষকে বিশেষভাবে ধন্যবাদ'। 'গণতান্ত্রিক পথে বিরোধীদের নির্মূল করে দেওয়ার জন্য মানুষকে প্রণাম'। 'বিরোধীদের মিথ্যা প্ররোচনায় গুরুত্ব না দিয়ে আমাদের ওপর আস্থা রেখেছে মানুষ', ৬ কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের জয়ের পর পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
দাদার ছেড়ে আসা আসনে বাজিমাত বোনের। ওয়েনাডে জয়ী প্রিয়ঙ্কা গান্ধী। ৪ লক্ষ ১০ হাজার ৯৩১ ভোটে জয়ী হয়েছেন তিনি। জয়ের পর প্রিয়ঙ্কা বলছেন, মানুষ আস্থা রেখেছেন। বড় দায়িত্ব, মানুষের ভালবাসায় সম্মানিত, বলছেন প্রিয়ঙ্কা।