কাশিফ খান হত্যা: তদন্তে গড়িমসির অভিযোগে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে চিঠি কাফিলের আরেক ভাইয়ের
গোরক্ষপুর: গোরক্ষপুরে মেডিক্যাল কলেজে শিশুমৃত্যুর ঘটনায় অভিযুক্ত কাফিল খানের ভাইকে গুলি করে হত্যা করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। এই ঘটনার তদন্তে পুলিশি গড়িমসির অভিযোগ এনে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন চিকিৎসকের আরেক ভাই।
২১ তারিখ লেখা চিঠিতে আদিল খান বলেন, আমার ভাই কাশিফ খানকে গত ১০ জুন গুলি করা হয়। সেই থেকে পুলিশ দুষ্কৃতীদের বিষয়ে কোনও তথ্য জোগাড় করতে পারেনি।
তাঁর আরও অভিযোগ, এই ঘটনার নেপথ্যে বিজেপি সাংসদ কমলেশ পাসোয়ানের নাম উঠে আসে। ফলে, পুলিশ এখনও সাংসদ বা তাঁর সাঙ্গোপাঙ্গোদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাগ্রহণ করেনি।
এর আগে, গত ১৭ জুন সাংবাদিক সম্মেলনে কাফিল খান জানান, তাঁর ভাইয়ের হত্যার পেছনে পাসোয়ান রয়েছেন বলে তিনি সন্দেহ করছেন। যদিও, কাফিলের এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন বংশগাঁওয়ের সাংসদ।
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পাশাপাশি, চিঠির প্রতিলিপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরপ্রদেশের রাজ্যপাল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, জাতীয় মানবাধিকার কমিশন, সংযুক্ত রাষ্ট্রপুঞ্জের সদর দফতর এবং ভারতীয় শাখায় পাঠিয়েছেন আদিল।
চিঠিতে তিনি অভিযোগ করেন, গোরক্ষপুরের পুলিশ সুপার বিনয় কুমার সিংহ এবং সার্কল অফিসার প্রবীণ কুমার সিংহ পাসোয়ানের সঙ্গে যোগসাজস করেই এই হত্যা করেছে। এই পুলিশ আধিকারিকদের সরিয়ে কোনও সৎ পুলিশ আধিকারিককে দিয়ে তদন্ত করার নির্দেশ দিতে আর্জিও জানান আদিল।
অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে গোরক্ষপুরের এসএসপি শালাভ মাথুর জানান, তদন্ত সঠিক পথেই এগোচ্ছে। তথ্য ও প্রমাণের ভিত্তিতে তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে কিছু করা সম্ভব নয়। তবে, তিনি আশ্বাস দেন, তদন্তপ্রক্রিয়ায় কিছু সময় হয়ত লাগতে পারে, তবে আততায়ীদের গ্রেফতার করা হবেই।