এক্সপ্লোর
Advertisement
সুস্থ সন্তানের জন্ম দিলেন কাার্গিলের কোয়ারেন্টিনে থাকা মহিলা
করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগের মধ্যেই কারগিলে স্বস্তির খবর। সেখানে কোয়ারেন্টিনে থাকা একটি গ্রামের এক মহিলা সুস্থ শিশুর জন্ম দিয়েছেন। কোয়ারেন্টিনের ১৪ দিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মা ও শিশুকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে।
কার্গিল: করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগের মধ্যেই কারগিলে স্বস্তির খবর। সেখানে কোয়ারেন্টিনে থাকা একটি গ্রামের এক মহিলা সুস্থ শিশুর জন্ম দিয়েছেন। কোয়ারেন্টিনের ১৪ দিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মা ও শিশুকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে। দুই কোভিড-১৯ আক্রান্তের হদিশ পাওয়া যাওয়ার পর কার্গিলের সাঙ্কু গ্রাম সিল করে দেওয়া হয়েছিল।
কার্গিলের ডেপুটি কমিশনার বসির-উল-হক চৌধুরী জানিয়েছেন, প্রসব বেদনা শুরু হওয়ার পরই ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরো গ্রামই কোয়ারেন্টিনে থাকায় হাসপাতালে ওই মহিলার জন্য বিশেষ বন্দোবস্ত করা হয়।
এই কঠিন সময়ে যখন সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, তখন এক মহিলা স্বেচ্ছাসেবী এগিয়ে আসেন। কারণ, তার গ্রাম বা পরিবারের কাউকে হাসপাতালে আসার অনুমতি দেওয়া হয়নি। ওই মহিলার সাহায্যে এগিয়ে আসেন এক এনজিও-র সদস্যরা। তাঁরাই জামাকাপড়, ওষুধ ও সদ্যোজাতর জন্য প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্রের ব্যবস্থা করেন।
ওই মহিলার করোনা টেস্ট নেগেটিভ হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে কোয়ারেন্টিনেই রাখা হয়। দুদিনের মধ্যে হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তিনি গ্রামে ফিরে গিয়েছেন। এই ঘটনা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে গ্রামবাসীদের আশা বাড়িয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement