কাশ্মীর: মায়ের ডাকে সাড়া দিয়ে ঘরে ফিরল ‘জঙ্গি’ ছেলে
জম্মু ও শ্রীনগর: মায়ের ডাকে সাড়া দিয়ে অস্ত্র পরিত্যাগ করে ঘরে ফিরল ‘জঙ্গি’ ছেলে।
এদিন জম্মু ও কাশ্মীরের ডিজিপি এস পি বৈদ টুইটারে জানান, মায়ের কান্না ও আকূল আবেদনে আরও এক যুবক হিংসার পথ ছেড়ে পরিবারের কাছে ফিরে এসেছে। আশা করি, পরিবারের পুনর্মিলন সুখী হোক।
যদিও, ওই যুবক ও তার পরিবারের নিরাপত্তার জন্য পরিচয় প্রকাশ করা হয়নি। গত বছর থেকে প্রায় ১২ জন যুবক অস্ত্র ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরেছে। মূলত, বাহিনী-জঙ্গি এনকাউন্টারের মাঝেই পুলিশ জানিয়েছিল, স্থানীয় জঙ্গিরা সন্ত্রাসবাদের পথ ছেড়ে যদি আত্মসমর্পণ করতে চায়, তারা স্বাগত।
এরপর থেকেই বহু যুবক নাশকতার পথ ছেড়ে পরিবারের ডাকে সাড়া দিয়ে ফিরে আসে। গতমাসেই বিধান পরিষদে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জানান, গত একমাসে চারজন বিপথগামী যুবক হিংসার পথ ত্যাগ করে মূলস্রোতে ফিরে এসেছে।
তিনি যোগ করেন, যারা আসেনি তাদের পরিবারকে বোঝানোর চেষ্টা চলছে। তিনি যোগ করেন, যুবকদের চরমপন্থা ও মৌলবাদের রাস্তা অনুসরণ করা রুখতে তাঁর সরকার একাধিক গঠণমূলক পদক্ষেপ নিয়েছে।