১০ লক্ষ টাকার নগদ-গয়না সহ পর্যটকের খোয়া ব্যাগ ফিরিয়ে 'নায়ক' কাশ্মীরি চালক
তারিক ব্যাগটি খুলে দেখেন, তার মধ্যে নগদ ও অলঙ্কার মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী ছিল। তিনটি বহুমূল্য মোবাইল ফোনও ছিল তার মধ্যে।

শ্রীনগর: ভুল করে পর্যটকের ফেলা যাওয়া ব্যাগ ও তার মধ্যে থাকা প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী ফেরত দিয়ে ‘নায়ক’ হয়ে উঠলেন ক্যাব-চালক। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরে সোপিয়ানে। জানা গিয়েছে, তারিক আহমেদ নামে ওই চালক সোমবার আহরবল অঞ্চলে ওই ব্যাগটি খুঁজে পান। তারিক ব্যাগটি খুলে দেখেন, তার মধ্যে নগদ ও অলঙ্কার মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী ছিল। তিনটি বহুমূল্য মোবাইল ফোনও ছিল তার মধ্যে। আহমেদ জানান, ফোনগুলি তিনি চালু করে নিজের কাছে রাখেন, যাতে ব্যাগের মালিক তাতে ফোন করতে পারেন। তেমনটাই হয়। ব্যাগ মালিক ওই পর্যটকের সঙ্গে তাঁর যোগাযোগ হলে, তিনি সামগ্রী সমেত ব্যাগটি তার আসল মালিকের হাতে তুলে দেন। সরকারি আধিকারিকরা জানান, পরিবর্তে তাঁকে ওই পর্যটক পুরস্কৃত করতে চাইলেও, তিনি তা নেননি। এই ঘটনা জানাজানি হতে গোটা উপত্যকায় নায়ক বনে গিয়েছেন তারিক। রাজ্যের পর্যটন বিভাগের আধিকারিকরা তারিকের সততার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা জানান, তারিকের এই ব্যবহার সমগ্র কাশ্মীরবাসীকে গর্বিত করেছে।






















