এক্সপ্লোর
দলের প্লেনারিতে যোগ দিতে হবে! কুলিগিরি করে পয়সা তুলবেন কেসিআর

হায়দরাবাদ: সাধারণ মানুষের সঙ্গে সহমর্মিতা দেখাতে নেতানেত্রীদের মাটি কোপাতে, ঝুড়ি বইতে আমরা দেখেছি। রাহুল গাঁধী একবার ট্রেনে সাধারণ কামরায় চড়েছিলেন। কিন্তু এবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও যা করতে চলেছেন, তা অন্যান্য নেতানেত্রীকে রীতিমত চিন্তায় ফেলে দেবে। দলের প্লেনারিতে যাওয়ার খরচ জোগাতে কুলিগিরি করবেন তিনি। হায়দরাবাদে ২১ তারিখ হবে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএসের প্লেনারি। ২৭ তারিখ পার্টির প্রতিষ্ঠা দিবস ও টিআরএস সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষ্যে ওয়ারাঙ্গলে ডাকা হয়েছে বিশাল জনসভা। ১৪-২০ এপ্রিল-এই ১ সপ্তাহকে পিঙ্ক লেবার ডে বলে অভিহিত করেছেন কেসিআর। প্রত্যেক দলীয় কর্মীর কাছে তাঁর আর্জি, গায়ে গতরে খেটে ওয়ারাঙ্গল যাওয়ার খরচ তুলুন। শুধু মুখ্যমন্ত্রী নন, তাঁর মন্ত্রিসভার অন্য সদস্যরাও কুলিগিরি বা অন্যান্য পরিশ্রমসাধ্য কাজ করে ওয়ারাঙ্গল যাওয়ার খরচ জোগাড় করবেন। রাজ্যের বিদ্যুৎমন্ত্রী জি জগদীশ রেড্ডি নালগোন্ডা জেলায় কুলিগিরি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। কত রোজগার করেছেন জানেন? ৩ লাখ টাকা!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















