আফগানিস্তানে বিমান-হানায় মৃত্যু আইএস-এ যোগ দেওয়া কেরল যুবকের
কাসারগোড় (কেরল): ইসলামিক স্টেটে যোগ দেওয়া কেরলের কাসারগোড়ের এক যুবকের মৃত্যু হয়েছে আফগানিস্তানে বলে খবর।
কেরল পুলিশ জানিয়েছে, ওই যুবকের বাবার কাছে দুদিন আগে টেলিগ্রাম মারফৎ খবর আসে যে, জেলার থ্রিক্কারিপুরের বাসিন্দা মারওয়ান ইসমাইল আফগানিস্তানের এক অজ্ঞাত স্থানে বিমান হানায় মারা গিয়েছে।
পুলিশ আরও জানায়, একইদিনে ওই একই বার্তা সমাজকর্মী বি সি আব্দুল রহমানের কাছেও পৌঁছয়। জানা গিয়েছে, টেলিগ্রামটি পাঠিয়েছে আসফাক মজিদ নামে কেরলের আরেক যুবকের।
প্রসঙ্গত, গত বছর কেরল থেকে নিখোঁজ হওয়া ২১ জন যুবকের তালিকায় রয়েছে মারওয়ান ও আসফাক। খবরে প্রকাশ, এই যুবকরা সকলেই ইসলামিক স্টেটে যোগ দেয়। যদিও মারওয়ান কোথায় ও কবে মারা গিয়েছে, চিঠিতে তার উল্লেখ নেই বলে জানিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, মধ্যপ্রাচ্যে ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করত মারওয়ান। গত বছর সে আইএস-এ যোগ দেয়। এর আগে, গত এপ্রিল মাসে পলক্কড়ের বাসিন্দা এক যুবকও আফগানিস্তানে বিমান হানায় মারা গিয়েছিল।