এক্সপ্লোর
কেরলে ধর্মান্তকরণ: কেন্দ্র রিপোর্ট চাইলেও এখনও দেয়নি কেরল, জানালেন মন্ত্রী

হায়দরাবাদ: কেরলের মালাপ্পুরমে ধর্মান্তকরণের খবর সম্পর্কে কেন্দ্র তদন্ত রিপোর্ট চাইলেও কেরল সরকার এখনও পর্যন্ত তা দেয়নি বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী হংসরাজ আহির। মালাপ্পুরম কেরলে ধর্মান্তকরণের বড় ঘাঁটি বলে মন্তব্য করেন তিনি। আহিরের অভিযোগ, ওখানে ধর্মান্তকরণ হচ্ছে। এক মাসে হাজারখানেক লোকের ধর্ম বদলানো হয়। হিন্দু, খ্রিস্টানদের মুসলিম বানানো হচ্ছে বলে খবর আছে। মে মাসে ওখানে গিয়েছিলাম। ডিজি, মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করি। তাদের বলি, কীসের ভিত্তিতে ধর্মবদল হচ্ছে? দারিদ্রের ফায়দা তোলা হচ্ছে কি? ভয় দেখানো হয় না চাকরির টোপ দেওয়া হয়? কারণটা খুঁজে বের করুন। সুপ্রিম কোর্টে সম্প্রতি এনআইএ ধর্মান্তকরণের পিছনে লাভ জেহাদ-এর ব্যাপার থাকতে পারে বলে যে ইঙ্গিত দিয়েছে, সে ব্যাপারে প্রশ্ন করা হলে অবশ্য বিষয়টি 'আদালতের বিচারাধীন' মন্তব্য করে এড়িয়ে যান আহির। জানান, কেরলের বাম সরকার এখনও বিষয়টি তদন্ত করে রিপোর্ট পাঠায়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















