এক্সপ্লোর
অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউ-এ ভর্তি উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি

নয়াদিল্লি: অসুস্থ হয়ে রাম মনোহর লোহিয়া হাসপাতালের আইসিইউ-এ ভর্তি হলেন উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি কেশব প্রসাদ মৌর্য। আজ বিকেল ৩.৩৮ মিনিট নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কারণ না থাকলেও, আপাতত পর্যবেক্ষণে রাখা হবে বলে হাসপাতাল সূত্রে খবর। চিকিৎসকরা বলেছেন, টানা বেশ কিছুদিন ধরে অত্যধিক পরিশ্রমের ফলে অসুস্থ হয়ে পড়েছেন মৌর্য। গত সাত দিন ধরেই তিনি জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার রক্তচাপও বেশি ছিল। তবে এখন ভাল আছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















