এক্সপ্লোর
Advertisement
তুঙ্গে সংঘাত, পুদুচেরিতে পোস্টারে কিরণ বেদীকে ‘হিটলার’, ‘কালী’ সাজাল কংগ্রেস
নয়াদিল্লি: পুদুচেরিতে লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদীর সঙ্গে কংগ্রেস সরকারের সংঘাত আরও তীব্র হল। বিভিন্ন জায়গায় কিরণ বেদীর বিরুদ্ধে পোস্টার দিল কংগ্রেস। পোস্টারে তাঁকে স্বৈরাচারী হিটলার ও কালী হিসেবে দেখানো হয়েছে। তাঁর হাতগুলিতে ঝুলছে নরমুণ্ড।
খোদ কিরণ বেদি এই পোস্টার ট্যুইট করেছেন। কয়েকটি পোস্টারে দেখা যাচ্ছে যে, বেদীকে তাড়া করা হচ্ছে।
কংগ্রেস সমর্থকরা ওই পোস্টার গুলি শহরের বিভিন্ন স্থানে লাগিয়েছে বলে অভিযোগ। পুদুচেরির সরকারের সঙ্গে কোনও পরামর্শ না করে তিনজন বিধানসভা সদস্য মনোনয়নের প্রতিবাদেই কংগ্রেস এই পোস্টার সেঁটেছে বলে মনে করা হচ্ছে।
বেদী টুইটে লিখেছেন, একটি বা দুটি পোস্টার নয়, এর একটা পুরো সিরিজ রয়েছে। এই বইয়ে আরও একটা অধ্যায় যুক্ত হল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিজেপির পুদুচেরি শাখার প্রধান কে জি শঙ্কর, দলের কোষাধ্যক্ষ কে জি শঙ্কর এবং দলের আর এক নেতা এস সেলভাগণপতিকে বিধানসভায় মনোনীত সদস্য হিসেবে নিযুক্ত করেছে।
গত ৪ জুলাই রাতে কিরণ বেদী রাজনিবাসে ওই তিনজনকে বিধানসভার সদস্য হিসেবে স্বীকৃতি দেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে কংগ্রেস এবং তার শরিক দল ডিএমকে। এর বিরোধিতা করেছে ভিএসকে এবং বামপন্থী দলগুলিও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement