শিশুমৃত্যু নিয়ে রাজস্থান সরকারকে নোটিশ মানবধিকার কমিশনের, একমাসের মধ্যে দিতে হবে রিপোর্ট
কথা বলেছেন অশোক গেহলৌত এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধণ।
কোটা: শুক্রবার রাজস্থান সরকারের কাছে রিপোর্ট চেয়ে নোটিশ পাঠাল জাতীয় মানবধিকার কমিশন। কোটার জেকে লন হাসপাতালে শিশুমৃত্যু নিয়ে রিপোর্ট চাইল মানবধিকার কমিশন। নোটিশে রাজস্থানের প্রধান সচিবের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হয়েছে এবং ওই রিপোর্ট পাঠাতে হবে চার সপ্তাহের মধ্যে।
আগামীতে যেন এমন শিশুমৃত্যুর ঘটনা না ঘটে তার জন্য সর্বতভাবে সরকারকে তৎপর থাকার কথা বলেছে মানবধিকার কমিশন।উল্লেখ্য, এদিন রাজস্থানে অশোক গেহলৌত সরকারের বিরুদ্ধে পথে নামে বিজেপি-র যুব মোর্চা। কোটার জেকে লন হাসপাতালের সামনে একশো শিশুর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ দেখাতে জমায়েত করে তারা। ঘটনাস্থল থেকেই ডজন খানেক বিক্ষোভকারীকে আটক করে রাজস্থান পুলিশ।
প্রসঙ্গত, গত সপ্তাহেই রাজস্থানের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কালিচরণ সরফ ও রাজেন্দ্র সিংহ রাঠোরর বিরুদ্ধে ধরনা মঞ্চ থেকে বিক্ষোভ দেখায় কংগ্রেস। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই পাল্টা বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপি-র যুব মোর্চা। আর সেখানেই আটক করা হয় ১২ জন বিক্ষোভকারীকে।
রাজস্থানে এই শিশুমৃত্যুর ঘটনায় গেহলৌত সরকারের তীব্র সমালোচনা করেছে বিজেপি ও মায়াবতীর বহুজন সমাজ পার্টি। মুখ্যমন্ত্রীকে নিশানা করে মায়াবতী বলেন, একশো শিশুর মৃত্যুর ঘটনা নিন্দাজনক। অন্যদিকে গেহলৌতের বক্তব্য, “এই ইস্যুতে রাজনীতি হওয়া উচিত নয়। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষাই আমাদের কাছে সর্বাধিক গুরুত্বের।” কোটায় শিশুমৃত্যুর ঘটনায় কংগ্রেস সভানেত্রীকে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন গেহলৌত। শিশুমৃত্যুর ঘটনায় সনিয়া যে উদ্বিগ্ন সেকথা জানিয়েছেন কংগ্রেস নেতা অবিনাশ পাণ্ডে। উল্লেখ্য, শিশুমৃত্যু ঠেকাতে রাজস্থান সরকারকে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্র। এই ইস্যুতে কথা বলেছেন অশোক গেহলৌত এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।