এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
কী হবে কুলভূষণের? আজ রায় দেবে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
নয়াদিল্লি: আজ কূলভূষণ যাদব মামলার বহু প্রতীক্ষিত রায়দানের দিন। বিকেল সাড়ে তিনটে নাগাদ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত এই রায় দেবে।
৩দিন আগে শেষ হয়েছে এই মামলার শুনানি। ভারত আইসিজে-কে অনুরোধ করেছে, পাকিস্তান চরবৃত্তির ছুতোয় কূলভূষণকে যে মৃত্যুদণ্ড দিয়েছে তা যেন বন্ধ করা হয়। একইসঙ্গে তাদের আশঙ্কা, আইসিজে রায়দানের আগেই পাকিস্তান প্রাক্তন এই নৌ অফিসারকে খুন করে ফেলতে পারে।
ভারত সওয়াল করেছে, ভিয়েনা কনভেনশন অন কনসুলার রিলেশনস মেনেই কূলভূষণের মৃত্যুদণ্ডাজ্ঞা স্থগিত রাখার আবেদন করেছে তারা। উল্টোদিকে পাকিস্তানের দাবি, সব রীতিনীতি মেনেই কূলভূষণকে ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে।
এ মাসের প্রথম সপ্তাহে কূলভূষণ মামলায় ভারত আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের দ্বারস্থ হয়। তবে জানা গিয়েছে, তার আগে ভারত সরকার এই পদক্ষেপের জেরে সম্ভাব্য নানা পরিস্থিতি নিয়ে দীর্ঘ সময় ধরে মাথা ঘামায়। তাদের চিন্তা ছিল, যদি এভাবে কূলভূষণকে বাঁচানোও যায়, তাহলে পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত ধৃত জঙ্গিদের আইনের হাত থেকে বাঁচাতে পাক সরকারও এভাবে আইসিজে-র দ্বারস্থ হতে পারে কিনা।
কিন্তু সব দিক বিবেচনার পর ভারত সরকার সিদ্ধান্ত নেয়, কূলভূষণকে বাঁচাতে যা যা দরকার, সব করতে হবে।
ভারত বারবার দৃঢ়ভাবে জানিয়েছে, কূলভূষণ নির্দোষ, পাকিস্তান তাঁকে অপহরণ করে তাঁর বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ এনেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement