এক্সপ্লোর
Advertisement
কুলভূষণের মা, স্ত্রীকে ভিসা দেওয়ার প্রক্রিয়া চলছে, জানল পাকিস্তানের বিদেশ দফতর
ইসলামাবাদ: ভারতীয় দূতাবাসের আধিকারিকদের সঙ্গে দেখা করতে দেওয়ার আর্জি খারিজ করে দিলেও, কুলভূষণ যাদবের স্ত্রী ও মায়ের ভিসার আবেদন গ্রহণ করা হয়েছে বলে জানাল পাকিস্তান। আজ পাক বিদেশ দফতরের মুখপাত্র মহম্মদ ফয়সল ট্যুইট করে জানিয়েছেন, মানবিকতার কারণে কুলভূষণের স্ত্রী ও মায়ের ভিসার আবেদন গ্রহণ করা হয়েছে। তাঁদের ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে কতদিনের মধ্যে কুলভূষণের সঙ্গে দেখা করার জন্য তাঁর স্ত্রী ও মা পাকিস্তানে যাওয়ার অনুমতি পাবেন, সেটা জানাননি ফয়সল।
ভারত দীর্ঘদিন ধরেই কুলভূষণকে দূতাবাসের আধিকারিকদের সঙ্গে দেখা করতে দেওয়ার দাবি জানিয়ে আসছে। কিন্তু পাকিস্তান সেই দাবি মানতে নারাজ। বুধবারই আন্তর্জাতিক আদালতে পাল্টা নথি দিয়ে পাকিস্তান দাবি করেছে, ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী, শুধু বৈধ ভ্রমণকারীদেরই সংশ্লিষ্ট দেশের দূতাবাসের আধিকারিকদের সঙ্গে দেখা করতে দেওয়া যায়। কুলভূষণ মোটেই সাধারণ ব্যক্তি নন। তিনি চরবৃত্তি ও অন্তর্ঘাতের উদ্দেশ্যে পাকিস্তানে প্রবেশ করেন। তাই একজন চরের সঙ্গে ভারতীয় দূতাবাসের আধিকারিকদের দেখা করতে দেওয়া যাবে না। পাকিস্তানের আরও অভিযোগ, চর হিসেবে কুলভূষণ যেসব তথ্য জোগাড় করেছেন, সেগুলি জানার জন্যই তাঁর সঙ্গে দেখা করতে চাইছেন ভারতের কূটনীতিবিদরা। তবে এই দাবি-পাল্টা দাবির মধ্যেই কুলভূষণের স্ত্রী ও মায়ের ভিসা মঞ্জুর হওয়ার আশা দেখা যাচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement