কুপওয়াড়ায় সেনা শিবিরে জঙ্গি হামলা, নিহত এক অফিসার সহ ৩ জওয়ান, খতম ২ জঙ্গিও
শ্রীনগর: ফের জঙ্গি-নিশানায় ভূস্বর্গ।
বৃহস্পতিবার উত্তর কাশ্মীরের কুপওয়াড়ার পঞ্জগামে অবস্থিত সেনা শিবিরে হামলা চালায় কয়েকজন জঙ্গি। তাতে এক ক্যাপ্টেন পদমর্যাদার সেনা অফিসার সহ তিন জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হন আরও পাঁচ জওয়ান। পাল্টা গুলিতে খতম ২ জঙ্গি।
প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানান, ভোর ৪টে নাগাদ নিয়ন্ত্রণরেখা থেকে ১০ কিলোমিটার দূরে চৌকিবালের আর্টিলারি ক্যাম্পে হামলা চালায় অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ৪ আত্মঘাতী জঙ্গি। সূত্রের দাবি, ক্যাম্পের পিছন দিক থেকে জঙ্গিরা ঢোকে। প্রত্যেকের পরনে ছিল ব্ল্যাক পাঠান স্যুট এবং হাফ কমব্যাট জ্যাকেট। কাঁটাতারের দুটি বেড়া কেটে জঙ্গিরা প্রথমেই নিশানা করে অফিসার্স কমপ্লেক্স।
আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার দিয়ে হামলা চালায়। আচমকা এলোপাথাড়ি গুলিবর্ষণে এক ক্যাপ্টেন সহ তিন সেনাকর্মীর মৃত্যু হয়। সেনা তরফে জানানো হয়েছে, নিহত সেনা অফিসারের নাম ক্যাপ্টেন আয়ুষ যাদব। ২৬ বছরের এই অফিসারের বাড়ি উত্তরপ্রদেশের কানপুরে। অপর ২ নিহত সেনাকর্মী হলেন—রাজস্থানের বাসিন্দা জুনিয়র কমিশনড অফিসার সুবেদার ভূপসিংহ গুজ্জর ও অন্ধ্রপ্রদেশের বাসিন্দা নন-কমিশনড অফিসার নায়েক ভূতভেঙ্কট রামন্না।
এর পাশাপাশি, আরও ৫ জওয়ান আহত হয়েছেন। হেলিকপ্টারে করে তাঁদের সেনার ৯২ বেস হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক ধাক্কা সামলে পাল্টা গুলি চালায় সেনাও। তাতে খতম হয়েছে ২ জঙ্গি। বাকি জঙ্গিদের খোঁজে গোটা এলাকায় চিরুনি-তল্লাশি চলছে।
সূত্রের খবর, নিহত জঙ্গিদের থেকে উদ্ধার হয়েছে -- ৩টি এ কে ৪৭, ৯টি ম্যাগাজিন, ১টি চিনা পিস্তল, হ্যান্ড গ্রেনেড, মানচিত্র, ২টি জিপিএস সেট এবং একটি স্মার্ট ফোন। এদিকে, দুপক্ষের গুলি বিনিময়ের মধ্যে প্রাণ হারিয়েছেন এক সাধারণ নাগরিকেরও বলে জানা গিয়েছে।