ভারতীয় মহাকাশ অভিযানে ঐতিহাসিক দিন: রাষ্ট্রপতি
![ভারতীয় মহাকাশ অভিযানে ঐতিহাসিক দিন: রাষ্ট্রপতি Landmark Day In Indias Space Mission Prez On Isro Launch ভারতীয় মহাকাশ অভিযানে ঐতিহাসিক দিন: রাষ্ট্রপতি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/02/15165707/pranab.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: এক অভিযানে ১০৪ কৃত্রিম উপগ্রহ মহাকাশে সফলভাবে পাঠানোর জন্য ইসরোকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এদিন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান এ এস কিরণ কুমারকে লেখা এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ১০৪ উপগ্রহ নিয়ে পিএসএলভি-সি৩৭ রকেটের সফল উৎক্ষেপণে আমি আপনাকে ও ইসরোয় আপনার টিমকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রণববাবু বলেন, ভারতের মহাকাশ অভিযানের ক্ষেত্রে আজকের দিন ঐতিহাসিক হয়ে থাকবে। এই কৃতিত্বের জন্য দেশ গর্বিত। এর থেকেই স্পষ্ট, মহাকাশ গবেষণায় ভারতের ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতের জন্যও ইসরোকে আগাম শুভকামনা দেন রাষ্ট্রপতি। বলেন, আমি ইসরোকে অনুরোধ করব, নিজেদের মহাকাশ ক্ষমতাকে এখানেই সীমাবদ্ধ না রেখে আরও বৃদ্ধি করার। ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)