এক্সপ্লোর
Advertisement
গোয়া কংগ্রেসের শেষ সুযোগ, দলের প্রতি সাবধানবাণী দিগ্বিজয়ের
পানাজি: গোয়ার বাসিন্দারা কংগ্রেসকে শেষ সুযোগ দিয়েছেন। হয় কাজ করে দেখাতে হবে, নাহলে শেষ হয়ে যেতে হবে। বললেন দিগ্বিজয় সিংহ।
উপকূলবর্তী এই রাজ্যে ১৭টি আসন জিতে একক বৃহত্তম দল হয়ে উঠে এসেছে কংগ্রেস কিন্তু ১৩টি আসন পেয়ে বিজেপিও সরকার গড়ার দৌড়ে। টুইটারে দিগ্বিজয় বলেছেন, কংগ্রেসের বোঝা উচিত, কাজ করে দেখানোর জন্য গোয়াই তাদের শেষ সুযোগ। পারফর্ম অর পেরিশ। তাঁর আরও মন্তব্য, মে গড হেল্প আস।
Congress should also understand that the People of Goa have given us last chance to perform or else perish. May God help us.
— digvijaya singh (@digvijaya_28) March 12, 2017
২০১২-র বিধানসভা ভোটে গোয়ায় ভরাডুবি হয় কংগ্রেসের। সে কথা উল্লেখ করে বরিষ্ঠ এই নেতা বলেছেন, দুর্নীতি যে বরদাস্ত করা হয় না, সেই শিক্ষা আমাদের হয়েছে। গোয়া ও গোয়াবাসীদের জন্য এবার আন্তরিকভাবে কাজ করার সময়।
We have learnt our lesson corruption shall not be tolerated. We shall sincerely work for Goa and Goans.
— digvijaya singh (@digvijaya_28) March 12, 2017
২০০৭-২০১২-য় গোয়ায় কংগ্রেস শাসনকালে দল যে সব ভুল করেছিল, সে সব থেকে শিক্ষা নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এবার নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করে দেখানো হবে।
We have learnt our lesson and mistakes made in 2007-12 won't be repeated. We shall deliver the promises made in a time frame.
— digvijaya singh (@digvijaya_28) March 12, 2017
যেহেতু দল এখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে, চাই সরকার গড়তে সব অ-বিজেপি বিধায়কদের সমর্থন চেয়েছেন তিনি। একইসঙ্গে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য গোয়াবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।
Many many thanks for the Goa voters to have reposed their faith in Congress. Highly obliged.
— digvijaya singh (@digvijaya_28) March 12, 2017
প্রতিরক্ষামন্ত্রী ও গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর জানিয়েছেন, বিজেপিও সরকার গড়ার দৌড়ে। দিগ্বিজয়ের বিদ্রূপভরা প্রতিক্রিয়া, পর্রীকরের প্রতি তাঁর সমবেদনা রয়েছে। তাঁর হার না মানা মানসিকতাকে স্যালুট করেন তিনি।
নতুন বিধায়কদের সঙ্গে বৈঠকের পর কংগ্রেস সম্ভবত আজই রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি পেশ করবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement