এক্সপ্লোর
পর্রীকর অসুস্থ, আজ না হয় কাল, গোয়ায় নেতৃত্ব বদলাতে হবেই, সওয়াল কেন্দ্রীয় মন্ত্রীর

পানাজি: গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের শারীরিক অবস্থা বিবেচনা করে নতুন নেতা বাছাইয়ের পক্ষে সওয়াল খোদ কেন্দ্রীয় মন্ত্রীর। বেশ কয়েক মাস ধরে প্যাংক্রিয়াসের অসুখের চিকিত্সা করাচ্ছেন পর্রীকর। নয়াদিল্লির এইমস-এ কিছুদিন থাকার পর গত ১৪ অক্টোবরের পর রাজ্যে ফিরেছেন, কাজেও যোগ দিয়েছেন। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের ভারপ্রাপ্ত শ্রীপদ নায়েক বলেছেন, পর্রীকরের শরীরের যা অবস্থা, তাতে আজ না হোক, কাল গোয়ায় নেতা বদলাতে হবেই। তার দরকার হয়ে পড়বে। সকলেই জানেন, মুখ্যমন্ত্রীর শরীর-স্বাস্থ্য ভাল নেই, যদিও তার মধ্যেই তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। শুক্রবার এখানে আন্তর্জাতিক যোগ দিবস সংক্রান্ত ঘোষণার ফাঁকে সাংবাদিক বৈঠকে এ কথা বলেন তিনি। গোয়ায় মাঝেমধ্যেই পর্রীকরের বদলে নতুন কাউকে মুখ্যমন্ত্রী পদে বসানোর কথা হয় বটে, কিন্তু যতবারই সে প্রসঙ্গ উঠেছে, বিজেপি নেতৃত্ব তার সম্ভাবনা বাতিল করে দিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















