এক্সপ্লোর
Advertisement
নোট বাতিল:নিজেকে রাজা ভাবেন, নাজেহাল করেন সৎ মানুষদের, মোদীকে তোপ রাহুলের
নয়াদিল্লি: মঙ্গলবার দাদরির সভা থেকে নোট বাতিল ইস্যুকে কেন্দ্র করে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। রাহুলের তোপ, মোদী নিজেকে রাজা মনে করেন, তিনি কারও কথা শুনতেই প্রস্তুত নন। শুধু নিজেই কথা বলে চলেন। তাঁর নোট বাতিলের সিদ্ধান্তে বড়লোক, কালো টাকার কারবারিরা নয়, লাইনে দাঁড়িয়েছেন সৎ মানুষেরা। মোদী প্রচারিত ক্যাশলেস অর্থনীতিকেও কটাক্ষ করতে ছাড়েননি রাহুল। রাহুলের দাবি, মোদী আসলে গরিব মানুষকে নগদহীন করে দিতে চেয়েছেন। তাঁদের কষ্টার্জিত অর্থ কার্যত ছিনিয়ে নিতে চেয়েছেন।
রাহুলের অভিযোগ, মোদী আসলে নোট বাতিলের নীতি নিয়ে গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এমনকি কেন্দ্রের এই সিদ্ধান্তে কালোটাকার কারবারিদেরই সুবিধা হয়েছে। দেশের বিপুল পরিমাণ কালো টাকা সাদা হয়েছে এই নীতির ফলে।
দাদরির এক পাইকারি বাজারে সভা করতে গিয়ে রাহুল বলেন, মোদীর নোট বাতিলের জেরে বাস্তবে দরিদ্র শ্রেণীর মানুষরাই নিজেদের টাকা তুলতে পারছে না। অথচ ব্যাঙ্কের পিছনের দরজা দিয়ে নিজেদের কোটি কোটি কালো টাকা সাদা করে ফেলছে বড়লোক ও শিল্পপতিরা।
কংগ্রেস সহ সভাপতির আরও অভিযোগ, শিল্পপতিদের ব্যাঙ্কে আট লক্ষ কোটি টাকার ঋণ রয়েছে। তাঁরা ঋণ শোধ করবেন, গরিবরা যে টাকা ব্যাঙ্কে গচ্ছিত রাখছেন সেই টাকা দিয়ে। সেই জন্যেই মোদী চান আগামী ছ থেকে আট মাস গরিবের টাকা ব্যাঙ্কে গচ্ছিত থাকুক।
রাহুল মনে করেন, মোদীর এই সিদ্ধান্ত আসলে অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার একটা পদক্ষেপ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement