এক্সপ্লোর
লিকার পার্টি থেকে ধৃত প্রাক্তন আইপিএল চেয়ারম্যান সহ ২৬০
![লিকার পার্টি থেকে ধৃত প্রাক্তন আইপিএল চেয়ারম্যান সহ ২৬০ Liquor Party Busted 260 Including Ex Ipl Chairman Booked লিকার পার্টি থেকে ধৃত প্রাক্তন আইপিএল চেয়ারম্যান সহ ২৬০](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/12/23175827/vadodra-1-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ভদোদরা: ভদোদরার শহরতলিতে একটি খামারাবাড়িতে হাই-প্রোফাইল প্রি-ম্যারেজ লিকার পার্টিতে হানা দিয়ে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান চিরায়ু আমিন সহ ২৬০ জনকে আটক করল পুলিশ। উদ্ধার হয়েছে ১০৩ বোতল মদ এবং এবং ১১৬ বোতল বিয়ার। যার বাজারমূল্য ১ লক্ষ ২৮ হাজার ৯৫০ টাকা।
গত সপ্তাহেই গুজরাত সরকার অর্ডিন্যান্স এনে মদ সংক্রান্ত আইন আরও কঠোর করেছে। তারপর এই প্রথম লিকার পার্টিতে অভিযান চালাল পুলিশ। ভদোদরার (গ্রামীণ) পুলিশ সুপার সৌরভ তোলুম্বিয়া বলেছেন, ‘অম্পদ গ্রামের একটি খামারবাড়িতে একটি লিকার পার্টিতে অভিযান চালিয়েছিলাম আমরা। সেই পার্টির আয়োজক ছিলেন খামারবাড়ির মালিক জিতেন্দ্র শাহ ও তাঁর পুত্র অভয়কে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দুটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। যাঁরা সেই পার্টিতে হাজির ছিলেন, তাঁদের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে।’
গুজরাতে মদ নিষিদ্ধ হওয়ার পর এই ধরনের পার্টি থেকে ধরা পড়লে ১০ বছরের কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা হতে পারে। প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ছাড়াও অপর এক শিল্পপতি রাকেশ অগ্রবালকেও আটক করা হয় ওই পার্টি থেকে। তাঁদের প্রত্যেকের রক্তের নমুনা সংগ্রহ করেছে পুলিশ। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে মামলা চলবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)