এক্সপ্লোর
Advertisement
'আমি দেশের প্রতি কর্তব্য করছি', মাস্ক সেলাইয়ের ছবি ট্যুইট করলেন বিজেপি সাংসদ
'আমি আমার দেশের প্রতি সামান্য কর্তব্য করছি'। নিজের মাস্ক সেলাই করার ছবি ট্যুইট করে লিখলেন লোকসভা সাংসদ সঙ্গীতা কুমারী সিং দেও।
নয়াদিল্লি: 'আমি আমার দেশের প্রতি সামান্য কর্তব্য করছি'। নিজের মাস্ক সেলাই করার ছবি ট্যুইট করে লিখলেন লোকসভা সাংসদ সঙ্গীতা কুমারী সিং দেও।
ওড়িশার মালাঙগির- এর বিজেপি সাংসদ বৃহস্পতিবার নিজের অ্যাকাউন্ট থেকে নিজের একটি ছবি ট্যুইট করেন। ছবিতে দেখা যায়, একটি মেশিনে বসে সেলাই করে মাস্ক বানাচ্ছেন তিনি। সেই সঙ্গে তিনি লিখেছেন, 'আমি আমার দেশের প্রতি সামান্য কর্তব্য করছি। আমি নিজেদের জন্য ও যাদের প্রয়োজন তাঁদের জন্যও মাস্ক বানাচ্ছি।' সেই সঙ্গে তিনি অন্যদেরও নিজেদের সাধ্যমতো সাহায্য করার জন্য আবেদন করেছেন।
সরকার কিছুদিন আগেই জানিয়েছে, কেবল সার্জিকাল বা মেডিকেটেড মাস্ক নয়,করোনা আটকাতে সক্ষম ঘরে বানানো সাধারণ কাপড়ের মাস্কও। করোনা থেকে বাঁচতে বাজারে দুর্লভ মাস্ক, স্যানিটাইজার। তাই অনেকেই বাড়িতে বানিয়ে নিচ্ছেন মাস্ক, স্যানিটাইজার।
এর আগে বারানসীর পঞ্চম শ্রেণীর এক পড়ুয়া বাড়িতে মাস্ক তৈরী করা শুরু করে। তাঁর মাস্ক বানানোর ছবি ট্যুইট করে সাধুবাদ জানান প্রিয়ঙ্কা গাঁধী বঢ়ড়া।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement