এক্সপ্লোর
Advertisement
চালু হয়েই বিপত্তি লখনউ মেট্রোয়, নেটিজেনদের কটাক্ষের বন্যা টুইটারে
লখনউ: বুধবার সকালে একশো যাত্রী নিয়ে প্রথম চালু হয় লখনউ মেট্রো। মেট্রো চালু হওয়ার পর আনন্দিত লখনউবাসী ভেবেছিল সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে তারা। কিন্তু সেই সৌভাগ্য আর তাদের হল না। উল্টে চালু হওয়ার কিছুক্ষণের মধ্যে মেট্রো থেকে বেরিয়ে যেতে হল একশো যাত্রীকে। তাও আবার সাধারণত যে গেট কেউ ব্যবহার করে না, সেই গেট দিয়ে। চালকের কেবিনের পাশের গেট।
আজ প্রথম চালু হওয়ার পরই আচমকা ধাক্কা খেয়ে বন্ধ হয়ে যায় লখনউ মেট্রো। জানা গিয়েছে, যন্ত্রাংশে সমস্যার কারণেই ব্রেক ডাউন হয়ে যায় মেট্রো। তারপর কামরায় পাখা, আলো, এয়ার কন্ডিশন ছাড়া প্রায় ঘণ্টাখানেক আটকে থাকতে হয় যাত্রীদের। পরে ইমার্জেন্সি দরজা দিয়ে বের করা হয় তাদের।
গতকালই কেন্দ্রীয়মন্ত্রী রাজনাথ সিংহ এবং যোগী আদিত্যনাথের উপস্থিতিতে লখনউ মেট্রোর উদ্বোধন হয়। এমনকি টুইটারে রাজ্যের মেট্রো রেল প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ সফলভাবে সম্পন্ন করার সমস্ত কৃতিত্ব নেওয়ারও চেষ্টা করে আদিত্যনাথ সরকার।
আজ মেট্রো চালু হওয়ার পর লখনউবাসীদের কী অবস্থা হয়েছে, সেই নিয়ে একাধিক টুইট ও ছবি পোস্ট করে সংবাদসংস্থা এএনআই।
তারপরই শুরু হয় নেটিজেনদের পাল্টা টুইট কটাক্ষ।Lucknow Metro Rail service temporarily stopped near Alambagh station due to technical glitches, on its first public run. pic.twitter.com/QSsTL6cp0V
— ANI UP (@ANINewsUP) September 6, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement