মধ্যপ্রদেশে ৩৩ আইএএস, ৩৭ আইপিএস-কে বদলি করল কমল নাথ প্রশাসন
শনিবার মধ্যরাতের পর জারি হওয়া ওই নির্দেশিকা অনুযায়ী, ভোপালের কালেক্টর সুদাম খাড়েকে বদলি করে রাজ্যের অতিরিক্ত সচিব করা হয়েছে।
ভোপাল: পশ্চিমবঙ্গের পথে হেঁটে লোকসভা ভোটের পর্ব মিটতেই এক ধাক্কায় ৩৩ আমলা ও ৩৭ আইপিএস অফিসারকে বদলি করল কমল নাথের নেতৃত্বাধীন মধ্যপ্রদেশ সরকার। এরমধ্যে ১৫টি জেলার কালেক্টর ও সম সংখ্যক জেলার পুলিশ সুপার রয়েছে। শনিবার মধ্যরাতের পর জারি হওয়া ওই নির্দেশিকা অনুযায়ী, ভোপালের কালেক্টর সুদাম খাড়েকে বদলি করে রাজ্যের অতিরিক্ত সচিব করা হয়েছে। কিন্তু, সেই জায়গায় কাউকে বসানো হয়নি। অন্যদিকে, ভোপাল সার্কলের নতুন আইজি করা হয়েছে যোগেশ দেশমুখকে। প্রসঙ্গত, নির্বাচনের সময় একাধিক আমলা ও আইপিএস-কে বদলি করেছিল নির্বাচন কমিশন। এখন, ভোটের পর্ব মিটতেই, আইএএস-আইপিএসদের পাল্টা বদলির সিদ্ধান্ত নিল। নির্বাচনের প্রচারপর্বে দুর্নীতি ইস্যুতে কমল নাথ প্রশাসনকে তীব্র আক্রমণ করেছিলেন নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটি। বিজেপি সভাপতি দাবি করেছিলেন, কংগ্রেস প্রশাসনের তিন মাসের মধ্যেই মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় হানা দিয়ে ২৮১ কোটি মূল্যের হাওয়ালা কেলেঙ্কারির হদিস পেয়েছে আয়কর। বিজেপি আরও অভিযোগ করে, মধ্যপ্রদেশে বদলির-শিল্প শুরু করেছেন কমল নাথ সরকার।