এক্সপ্লোর
Advertisement
বারবার সংসদের কাজে বাধা দেওয়া বন্ধ করুন, সাংসদদের চিঠি লিখলেন লোকসভা অধ্যক্ষ
নয়াদিল্লি: যদি সাংসদরা অন্য দল কবে কী করেছে, তা নজির হিসেবে তুলে ধরা বন্ধ না করেন, তবে সংসদের কাজকর্মে বাধা দেওয়া অন্তহীনভাবে চলতেই থাকবে। বাদল অধিবেশন শুরু হওয়ার এক সপ্তাহ আগে লোকসভা অধ্যক্ষ সুমিত্রা মহাজন সাংসদদের এই চিঠি লিখলেন।
সাংসদদের নৈতিক দায়িত্বের কথা চিঠিতে স্মরণ করিয়ে দিয়েছেন সুমিত্রা। অনুরোধ করেছেন, সংসদের কাজকর্ম সুষ্ঠুভাবে চলতে দিতে যেন সাহায্য করেন তাঁরা। তাঁর কথায়, আত্মসমীক্ষা করার সময় এসেছে, এখনই ঠিক করতে হবে সংসদ ও দেশের গণতন্ত্রের পক্ষে আগামী ও আদর্শ ছবি কী হওয়া উচিত।
২ পাতার চিঠিতে ৮ বারের এই সাংসদ লিখেছেন, সংসদের মর্যাদা ও শুদ্ধতা রক্ষা সকলের দায়িত্বের মধ্যে পড়ে। তাঁর অভিজ্ঞতা থেকে তিনি বলছেন, জনতা তাঁদের প্রতিনিধিদের আচরণ ও কাজকর্ম তীক্ষ্মভাবে লক্ষ্য করেন। সংবাদ মাধ্যমও সংসদের ভেতরের খবর সাধারণের কাছে পৌঁছে দেয়। মানুষের তাঁদের কাছে বিরাট আশা রয়েছে, নিজেদের ভরসা তাঁদের ওপর স্থাপন করেছেন তাঁরা।
গত অধিবেশনগুলির কাজ কীভাবে হইচই চেঁচামেচির জেরে শিকেয় উঠেছে সে কথা উল্লেখ করে মহাজন লিখেছেন, কোনও কিছুতে মতানৈক্য থাকলে তা সংসদীয় নিয়মকানুনের গণ্ডির মধ্যে থাকা উচিত। এর ফলে মানুষের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির ওপর আস্থা থাকবে। কিন্তু যেভাবে চেঁচামেচি করে সংসদের কাজকর্ম বারবার পণ্ড করা হচ্ছে, তা কি সাংসদরা নিজেরা সমর্থন করেন? প্রশ্ন তুলেছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement