এক্সপ্লোর
মহারানা প্রতাপ প্রমাণ করেছিলেন, আকবর নন, তিনিই আসলে ‘গ্রেট’, বললেন যোগী আদিত্যনাথ

লখনউ: আকবর নন, ইতিহাসের আসল গ্রেট হলেন মহারানা প্রতাপ। নিজের হারানো দুর্গ জিতে নিয়েছিলেন তিনি। লখনউয়ের ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট রিসার্চ অ্যান্ড টেকনোলজিতে এক অনুষ্ঠানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মন্তব্য করলেন। ছাত্রছাত্রীদের সমাবেশে যোগী বলেন, আকবর মহারানা প্রতাপকে নির্দেশ দেন তাঁকে বাদশা বলে মেনে নিতে। তাহলে আর তিনি তাঁর রাজ্য মেবারের ব্যাপারে হস্তক্ষেপ করবেন না। কিন্তু প্রতাপ জানিয়ে দেন, কোনও বিদেশি ও বিধর্মীকে শাসক বলে মেনে নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। হারানো দুর্গগুলি দখল করে নিয়ে মহারানা প্রমাণ করে দেন, আকবর নন, আসল গ্রেট তিনিই। [embed]https://twitter.com/ANINewsUP/status/1007444179495063552?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fwww.abplive.in%2Findia-news%2Fmaharana-pratap-proved-it-wasnt-akbar-but-he-who-was-great-up-cm-yogi-adityanath-711381[/embed] অল্পদিন আগে রেল মন্ত্রকের হস্তক্ষেপে মুঘলসরাই স্টেশনের নাম পাল্টাতে সক্ষম হয়েছে যোগী সরকার। এখন তার নাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। বিজেপি নেতা সুরেন্দ্র সিংহ পরামর্শ দিয়েছেন, তাজমহলের নাম পাল্টে তার নাম রাম অথবা কৃষ্ণমহল করতে হবে। আগামী বছর অর্ধকুম্ভ উপলক্ষ্যে এলাহাবাদের নাম পাল্টে প্রয়াগরাজ করার কথাও ভাবছে যোগী সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন


















