এক্সপ্লোর
Advertisement
মহারাষ্ট্রে বিধান পরিষদের নির্বাচনে ধাক্কা খেল বিজেপি, হার নাগপুরেও, সাফল্য এমভিএ-র
মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে ধাক্কা খেল বিজেপি। এই নির্বাচনে চলতি সপ্তাহের শুরুতে ভোটগ্রহণ করা হয়। মহারাষ্ট্র বিধান পরিষদের ৬ গ্র্যাজুয়েটস অ্যান্ড টিচার্স আসনের মধ্যে চারটিই দখল করল শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের জোট মহা বিকাশ আঘাদি (এমভিএ)। বিজেপি জিতেছে ধুলে-নন্দরবার আসনে।
মুম্বই: মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে ধাক্কা খেল বিজেপি। এই নির্বাচনে চলতি সপ্তাহের শুরুতে ভোটগ্রহণ করা হয়। মহারাষ্ট্র বিধান পরিষদের ৬ গ্র্যাজুয়েটস অ্যান্ড টিচার্স আসনের মধ্যে চারটিই দখল করল শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের জোট মহা বিকাশ আঘাদি (এমভিএ)। বিজেপি জিতেছে ধুলে-নন্দরবার আসনে। অমরাবতীর একটি আসনে ভোট গণনা চলছে। এই আসনে নির্দল প্রার্থী এগিয়ে বলে খবর। এনসিপি-র অরুণ লাড ও সতীশ চবন পুনে ডিভিশন গ্র্যাজুয়েট কনস্টিটিউন্সি ও ঔরঙ্গাবাদ ডিভিশন গ্র্যাজুয়েট কনস্টিটিউন্সিতে জয়ী হয়েছেন।
এর আগে বৃহস্পতিবার বিজেপির অমরীশ পটেল ধুলে-কাম-নন্দরবার লোকাল অথরিটিজ কনস্টিটিউন্সি-র উপনির্বাচনে জয়ী হয়েছিল। অমরাবতী ডিভিশন টিচার্স কনস্টিটিউন্সিতে নির্দল প্রার্থী এগিয়ে।
নির্বাচনের ফলাফলকে এক বছরের এমভিএ সরকারের স্বীকৃতি হিসেবে অভিহিত করেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। তিনি বলেছেন, এই ফলাফল এমভিএ-র বড় জয়। আমরা নাগপুর আসনে জিতেছি। এর আগে কখনও ওই আসনে আমরা জয় পাইনি। এই ফলাফল দেখিয়ে দিল যে, গত এক বছরে এমভিএ-র কাজে মানুষের আস্থা রয়েছে। নতুন জোটকে গ্রহণ করেছেন সাধারণ মানুষ।
নাগপুরে এমভিএ-র জয় বিজেপির পক্ষে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। গত পাঁচ দশক নাগপুর বিজেপি-আরএসএসের শক্তঘাঁটি।
প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের বাবা গঙ্গাধররাও ফড়নবীশ ১২ বছর ধরে দুইবার এই আসনের প্রতিনিধি ছিলেন। নীতীন গড়কড়ি ২৫ বছর এই আসের প্রতিনিধি ছিলেন।
ফড়নবীশ বলেছেন, এই ফলাফল আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। আমরা পরিশ্রম করেছি। তিন দলের জোটের বিরুদ্ধে লড়াই করেছি। এরপর কোথায় খামতি থেকে গেল, তা খতিয়ে দেখা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement