এক্সপ্লোর
Advertisement
Public toilet in Maharashtra: মহারাষ্ট্রের ঠানেতে বস্তির মহিলাদের জন্য তৈরি হল পিরিয়ড রুম
এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মাত্র ৪৫,০০০ টাকা খরচ করে তৈরি হয়েছে এই পিরিয়ড রুম।
থানে: ঋতুকালীন সময়ে অনেক মহিলাই খুব সমস্যায় পড়েন, বিশেষ করে তাঁরা যদি বস্তিবাসী হন, তাহলে তো কথাই নেই। সে কথা মাথায় রেখে মহারাষ্ট্রের ঠানের এক পাবলিক টয়লেটে মহিলাদের জন্য তৈরি করা হল পিরিয়ড রুম। এই পিরিয়ড রুম থেকে মহিলারা উৎকৃষ্ট স্যানিটারি সুযোগ সুবিধে পাবেন।
পাবলিট টয়লেটে এ ধরনের পরিষেবা গোটা দেশের মধ্যে এই প্রথম বলে দাবি করেছে স্থানীয় পুর প্রশাসন। তারা জানিয়েছে, এই পিরিয়ড রুমে টয়লেট, জেট স্প্রে, টয়লেট রোল হোল্ডার, সাবান, সব সময় জল ও ডাস্টবিন থাকবে। থানে পুরসভা একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই পরিষেবা প্রদান করছে। এটি খুলে দেওয়া হয়েছে গত সোমবার, ওয়াগলে এস্টেট এলাকার শান্তি নগরের একটি বস্তিতে। টয়লেটের বাইরের দেওয়ালে আঁকা হয়েছে নানা রঙের ছবি। তাতে ঋতুকালীন পরিচ্ছন্নতা ও সব ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মাত্র ৪৫,০০০ টাকা খরচ করে তৈরি হয়েছে এই পিরিয়ড রুম। গোটা থানে শহরের মোট ১২০টি পাবলিক টয়লেট রয়েছে, সব কটিতেই এই ব্যবস্থা চালু হবে।
মূলত যে সব মহিলারা বস্তিতে থাকেন, যাঁদের বাড়িতে বিশেষ স্থান নেই, স্নানের জন্য আলাদা জায়গা যাঁদের কাছে বিলাসিতার সামিল, তাঁদের জন্য এই ব্যবস্থা বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পিরিয়ডের সময়ে এঁরা অত্যন্ত সমস্যায় পড়েন। বেশিরভাগ ক্ষেত্রে এই সব জায়গায় মহিলাদের জন্য পাবলিক টয়লেটে আলাদা ব্যবস্থা থাকে না, তাই তাঁদের পক্ষে এই পিরিয়ড রুম আশীর্বাদের মত আসতে পারে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার প্রসার হবে বলে স্থানীয় প্রশাসন মনে করছে।
এর ফলে বোঝা যাচ্ছে, ঠানে শহরের বস্তিগুলিতে সংস্কার চলছে, স্কুল, স্বাস্থ্য কেন্দ্র এবং ভাল টয়লেটের মত ন্যূনতম পরিষেবা তৈরি করা হচ্ছে এখানকার মানুষের জন্য। দাবি করেছে প্রশাসন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
আন্তর্জাতিক
জেলার
Advertisement