এক্সপ্লোর
গৃহবধূকে ফোন করে কুপ্রস্তাব, বডি ম্যাসাজ করতে বলার অভিযোগে গ্রেফতার যুবক
ঠানে:গৃহবধূকে ফোন করে কুপ্রস্তাব, বডি ম্যাসাজ করতে বলার অভিযোগ, গ্রেফতার যুবক।
পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের সিলভাসার বাসিন্দা, বেসরকারি সংস্থার কর্মচারী বছর ২৪-এর অঙ্কজ পান্ডে নামে ওই ব্যক্তি এসকর্ট সার্ভিসের নম্বরে ফোন করতে গিয়ে ভুল করে এক গৃহবধূকে ফোন করে বসে। কিন্তু তারপরও বারবার বিভিন্ন নম্বর থেকে বছর ৩৫-এর ওই গৃহবধূকে ফোন করে বডি মাস্যাজ সার্ভিসের জন্য ওই যুবক জোর করতে থাকে বলে অভিযোগ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে কোপরি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, কোপরির বাসিন্দা ওই মহিলা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। প্রথমবার ওই ধরনের ফোন কলটি এলে তিনি বিশেষ আমল দেননি। কিন্তু পরে বারবার ফোন আসতে থাকে ওই নম্বর থেকে। তিনি নম্বরটি ব্লক করে দেওয়ার পরও বিভিন্ন সিম কার্ড থেকে ফোন করে হেনস্থা করা হয় বলে জানান ওই মহিলা। তিনি বলেন, আমি বারবার বলেছি, আপনি ভুল নম্বরে ফোন করছেন, তা সত্ত্বেও ফোন করে বিরক্ত করতে থাকে ওই যুবক। এরপর কল রেকর্ড করে পুলিশকে দিই। তিনি জানিয়েছেন, এরপর পুলিশের কথা মতো তিনি যুবকটিকে কোপরির এক বাংলোয় দেখা করতে বলেন, ফাঁদে পা দেয় যুবকও। সেখানে হাজির হলে তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের ফোনটিও পাওয়া গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement