এক্সপ্লোর
ভক্তের পার্স চুরি ব্যবসায়ীর স্ত্রীর, পরে ধরা পড়ার ভয়ে ফিরিয়ে দিলেন দানবক্সে
চুরির তিন মাস পর অভিযোগ দায়ের। ধর্মীয় স্থানে ভক্তের ব্যাগ চুরির ঘটনায় অভিযোগের তীর ব্যবসায়ীর স্ত্রীর বিরুদ্ধে। যদিও অভিযুক্ত চুরি করা ব্যাগ ভয়ে দানবাক্সে ফেলে দিয়ে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নয়াদিল্লি: চুরির তিন মাস পর অভিযোগ দায়ের। ধর্মীয় স্থানে ভক্তের ব্যাগ চুরির ঘটনায় অভিযোগের তীর ব্যবসায়ীর স্ত্রীর বিরুদ্ধে। যদিও অভিযুক্ত চুরি করা ব্যাগ ভয়ে দানবাক্সে ফেলে দিয়ে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনা মহারাষ্ট্রের জালনার। ১৮ জানুয়ারি মহারাষ্ট্রের জালনায় গুরু গণেশ ভবনে এসেছিলেন বেঙ্গালুরু নিবাসী মুঞ্জাদেবী সিংভি। সেখানেই খোয়া গিয়েছিল ১৫ হাজার টাকা ও ৭০ গ্রাম সোনা ভর্তি ব্যাগ। সিসিটিভি ফুটেজ ঘেঁটে সেই ঘটনার অভিযুক্তের খোঁজ পায় পুলিশ। অভিযুক্তের পরিচয় জানার পর রীতিমত স্তম্ভিত হন তাঁরা। শহরের এক ব্যবসায়ীর স্ত্রী এই কাজ করেছেন বলে জানতে পারেন তদন্তকারীরা। পুলিশ ইনসপেক্টর সঞ্জয় দেশমুখ জানান, রবিবার ওই ব্যাগ চুরির ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও ব্যবসায়ীর স্ত্রীর পরিচয় সামনে আনেননি তাঁরা। এবং ভবন কর্তৃপক্ষ যে সেই ব্যাগটি পেয়েছিল এবং তাতে অর্থ ও সোনা একই রকম অবস্থায় ছিল, সেকথাও সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। পুলিশ জানায়, ভবন ত্যাগের পর ওই মহিলা যে গাড়ি করে চম্পট দিয়েছিল, সেই গাড়ির রেজিস্ট্রার থেকেই তার খোঁজ পাওয়া যায়। ইতিমধ্যেই ওই গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে এখনও অধরাই অভিযুক্ত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















