এক্সপ্লোর
মানসিক ভারসাম্য হারিয়েছেন, ‘দিদিগিরি’ করছেন মমতা, কটাক্ষ গুজরাতের মুখ্যমন্ত্রীর
ভদোদরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুজরাতের মুখ্যমন্ত্রী দাবি করেন, পশ্চিমবঙ্গের জনতা মমতা ও তাঁর দল তৃণমূল কংগ্রেসকে মুখের মতো জবাব দেবে।

আমদাবাদ: মমতা বন্দ্যোপাধ্যায় ‘দিদিগিরি’ করছেন, কটাক্ষ করে তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে মন্তব্য করলেন বিজয় রূপানি। বিজেপি সভাপতি অমিত শাহের কলকাতায় রোড শোয়ের সময় হিংসা, অশান্তির প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এই আক্রমণ তাঁর। ভদোদরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুজরাতের মুখ্যমন্ত্রী দাবি করেন, পশ্চিমবঙ্গের জনতা মমতা ও তাঁর দল তৃণমূল কংগ্রেসকে মুখের মতো জবাব দেবে। তিনি বলেন, দিদির (মমতা) পুরোপুরি মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে বলে মনে হয়। ওঁর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। উনি গণতন্ত্রের ক্ষতি করেছেন, ‘দিদিগিরি’-তে প্ররোচনা দিয়েছেন। এমন আচরণ সহ্য করবেন না ভারত ও পশ্চিমবঙ্গের জনগণ। ভোটেই পশ্চিমবঙ্গের মানুষ তাঁকে যোগ্য জবাব দেবেন। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত আবহের মধ্যেই গত বুধবার কলকাতার রাজপথে অমিত শাহের রোড শো-কে কেন্দ্র করে ব্যাপক অশান্তি হয়। হাতাহাতি, সংঘর্ষের মধ্য বিদ্যাসাগর কলেজে হামলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূর্তি ভাঙা হয়, যা নিয়ে বাকযুদ্ধে জড়িয়ে পরস্পরকে দায়ী করেছে বিজেপি ও তৃণমূল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















